-2.6 C
Toronto
বৃহস্পতিবার, মার্চ ১৩, ২০২৫

টরন্টোতে কবি আসাদ চৌধুরীর স্মরণসভা

টরন্টোতে কবি আসাদ চৌধুরীর স্মরণসভা
টরন্টোতে কবি আসাদ চৌধুরীর স্মরণসভা

টরন্টোতে বরণ্য কবি আসাদ চৌধুরীর প্রথম মৃত্যু বার্ষিকী স্মরণুষ্ঠান হয়ে গেলো ৬ অক্টোবর রবিসন্ধ্যায়।

টরন্টো খেলাঘর আয়োজিত অনুষ্ঠানে খলিল জামিলের চমৎকার উপস্থাপনায় শুরু করলেন প্রায় ৩ঘন্টার স্মরণ বাণী মঞ্চে এসে বলা। শহরের স্বনামধন্য কবি,লেখক,কন্ঠশিল্পী,আবৃতিকার,রাজনৈতিক নেতা বয়সে বড় ছোট সবাই ছিলেন!

- Advertisement -

বাংলাদেশ সেন্টারে বসার দূরে থাক দাঁড়নোর ঠাই নাই। সন্ধ্যা ৭ প্রায় ৩ ঘন্টার স্মরণ অনুষ্ঠান রইলো চমৎকার এবং টানটান। এখানে শুধু বাংলা মেইল সম্পাদক ও আর এন বি টিভির সিইও শহিদুল ইসলাম মিন্টু , টরন্টো বাংলাদেশ কমিউনিটির জনপ্রিয় ডক্তার যিনি আগামী কানাডার জাতীয় নির্বাচনে এম পি পদে প্রতিযোগীতায় নামছেন এ এস এম নুরুল্লাহ তরুণ এবং শিল্পী লেখক সৈয়দ ইকবালের কবি আসাদ চৌধুরীর প্রতি স্মরণকথনের ধারণকৃত ভিডিও থাকলো।

স্কারবোরো, কানাডা

- Advertisement -

Related Articles

Latest Articles