-3 C
Toronto
বৃহস্পতিবার, মার্চ ১৩, ২০২৫

স্যান্ডেলের মাইলেজ হিসাব

স্যান্ডেলের মাইলেজ হিসাব
স্যান্ডেলের মাইলেজ হিসাব

অনেকদিন পর আজ আবার স্যান্ডেল পায়ে দিলাম। কতদিন পার হয়েছে, স্যান্ডেল পড়া যেন ভুলেই গিয়েছিলাম। একসময় এই স্যান্ডেলের স্বাচ্ছন্দ্যই ছিল পায়ের পরিচিত সঙ্গী, অথচ সময়ের ব্যবধানে তা যেন অচেনা হয়ে গেছে। নতুন করে যখন পায়ে স্যান্ডেল তুলে নিলাম, প্রথমে মনে হলো—আহ্! পুরনো বন্ধুর সঙ্গে আবার দেখা! কিন্তু কয়েক পা হাঁটতেই বোঝা গেল, এই বন্ধুর সাথে আমার আর সেই পুরনো সখ্য নেই।

“বাঁধনহীন, অস্বস্তির চোরাগলি”

- Advertisement -

স্যান্ডেল পড়ার পর প্রথমেই যেটা টের পেলাম, সেটা হলো পুরোপুরি অস্বস্তি। হাঁটতে গেলে কোনো ফিল পাচ্ছি না, উল্টো মনে হচ্ছে পা যেন নিজেই পথ খুঁজে পাচ্ছে না। একবার, দুইবার নয়—প্রতিবারই মনে হচ্ছে স্যান্ডেলটা যেন পা ছেড়ে পালাতে চাইছে! মাঝে মাঝে তো হাঁটার মাঝে এমনও হয়েছে যে, পা থেকে স্যান্ডেল হুট করে খুলে গিয়ে পড়ে গেল। আর সেটা তোলার জন্য যে অবস্থায় দাঁড়াতে হয়, তা একেবারেই বিব্রতকর। কোনো এক কোণে দাঁড়িয়ে, কুঁকড়ে, স্যান্ডেলটা ঠিক করতে করতে নিজের ওপরই রাগ হয়! তাছাড়া টুকটাক উঁচু-নিচু রাস্তা দিয়ে হাঁটতে গেলে প্রায়ই উল্টে গিয়ে পড়ে যাওয়ার দশা হয়।

জরিপ: চারদিনের স্যান্ডেল মাইলেজ ও কিছু অভিজ্ঞতা।

এতসব ঝামেলার পর চার দিনের স্যান্ডেল পড়ার অভিজ্ঞতা নিয়ে একটা জরিপ করলাম। হিসেবটা বেশ কড়া এবং মজার!

আমার পায়ের স্যান্ডেলের সাইজ যদি হয় ৪০, তাহলে ২৫ কদম হাঁটলে প্রায় ১৬ থেকে ২০ মিটার পথ অতিক্রম করা হয়। সেই হিসাব অনুযায়ী, যদি প্রতি ২৫ কদমে একবার করে স্যান্ডেল খুলে যায়, তাহলে এর মানে প্রতি ১৬ থেকে ২০ মিটার হাঁটায় একবার স্যান্ডেল খুলছে। এখন এই হিসাব ধরে নেওয়া যাক:প্রতি ২৫ কদম হাঁটলে অন্তত একবার করে স্যান্ডেল পা থেকে খুলে যাচ্ছে দেখলাম।

তার মানে:
প্রতি ২৫ কদমে একবার স্যান্ডেল খুললে।
এক কিলোমিটার (১,০০০ মিটার) হাঁটলে: ১,৫৩৮{কদম} = প্রায় ৬২{বার স্যান্ডেল খুলবে!}
এক মাইল (প্রায় ১৬০৯.৩৪৪ মিটার) হাঁটলে:
২৪৭০{কদম}= প্রায় ৯৯ {বার স্যান্ডেল খুলবে!}
আর, ৫ কিলোমিটার (৫,০০০ মিটার) হাঁটলে:
৭৬৯২{কদম} = প্রায় ৩০৮{বার স্যান্ডেল খুলবে!}
পাঁচ মাইল (প্রায় ৮০৪৬.৭২ মিটার) হাঁটলে: ১২,৩৫০{কদম}= প্রায় ৪৯৫ {বার স্যান্ডেল খুলবে!}
সব মিলিয়ে দেখলাম: স্যান্ডেল বনাম স্বাস্তি—এক অসম লড়াই

স্যান্ডেল পড়ে হাঁটতে গেলে, মনে হচ্ছে একটা চলমান “টেনশন ম্যাচ” খেলছি। আর এই খেলায় প্রতিটা পা ফেলাই যেন গোল্ডেন চ্যালেঞ্জ! সব মিলিয়ে, চারদিনের অভিজ্ঞতা থেকে শিখলাম— এই স্বাস্তির চেয়ে ভালো হবে আগের সেই ছেঁড়া জুতো টা বেছে নেওয়াই বুদ্ধিমানের কাজ। নইলে, প্রতিটা কদমেই টেনশন আর পা খালি হওয়ার ঝামেলা নিয়েই দিন কাটাতে হবে!

মোটামুটি এক কথায় বলা যায়:
প্রতি ২৫ কদম হাঁটতে গেলে স্যান্ডেল খোলার প্রবণতা যেন একটা ছোটখাটো মাইলেজ হিসেব হয়ে দাঁড়িয়েছে! তাই ছেঁড়া জুতো পড়ে হাঁটাটাই হয়তোবা কম ঝামেলার ছিল।🥴

- Advertisement -

Related Articles

Latest Articles