0.6 C
Toronto
শুক্রবার, মার্চ ১৪, ২০২৫

কানাডা পোস্টের আর্থিক অবস্থা স্থিতিশীল নয়

কানাডা পোস্টের আর্থিক অবস্থা স্থিতিশীল নয়
কানাডা পোস্টের আর্থিক অবস্থা স্থিতিশীল নয় বলে এর পর্ষদ চেয়ার আন্দ্রে হুডন

কানাডা পোস্টের আর্থিক অবস্থা স্থিতিশীল নয় বলে এর পর্ষদ চেয়ার আন্দ্রে হুডন। বার্ষিক সাধারণ সভায় তিনি বলেন, কানাডা পোস্ট যে গুরুতর সন্ধিক্ষণে আছে পর্ষদ ও এর জ্যেষ্ঠ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ তাকে স্বীকার করে।

তিনি বলেন, কানাডা পোস্টের ডেলিভারি নেটওয়ার্ক সংরক্ষণে জরুরিভিত্তিতে বড় ধরনের পরিবর্তন প্রয়োজন। এটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ, সব কানাডিয়ানকে সেবা দেওয়ার জন্য কানাডায় গড়ে ওঠা এটাই একমাত্র ডেলিভারি নেটওয়ার্ক। কোভিড-১৯ মহামারির সময় অনলাইন কেনা-কাটা বৃদ্ধি পার্সেল ডেলিভারি মার্কেটকে একটি নতুন আকৃতি দেয় এবং কানাডা পোস্ট উচ্চ প্রযুক্তির কম ব্যয়ের অপারেটরদের সঙ্গে প্রতিযোগিতা করে যাচ্ছে। এসব অপারেটের দ্রুত বদলে যাচ্ছে।

- Advertisement -

হুডন বলেন, এসব চ্যালেঞ্জ মোকাবিলায় সংস্থাটি এরই মধ্যে কিছু পদক্ষেপ নিয়েছে। মূল অগ্রাধিকারগুলোতে মনোযোগ দিতে কিছু বিনিয়োগ স্থগিত রাখা এবং সব পর্যায়ে ব্যয় কমিয়ে আনা তার মধ্যে অন্যতম। কানাডা পোস্টকে পার্সেল ডেলিভারির ক্ষেত্রে অধিক প্রতিযোগীসক্ষম করতে সহায়তার অংশ হিসেবে নতুন সেবা প্রদানে কঠোর পরিশ্রম করা হচ্ছে। কারণ, আগামী দশকে ই-কমার্স বাজারের আকার দ্বিগুণ হবে বলে প্রাক্কলন করা হয়েছে।

কানাডা পোস্টের রাজস্বের প্রধান উৎস লেটার মেইল ডেলিভারি। কিন্তু দুই দশকে সংস্থাটির বার্ষিক চিঠি বিতরণ ৫৫০ কোটি থেকে ২০০ কোটিতে নেমে এসেছে। এক দশক আগে কোম্পানি পার্সেল ডেলিভারি চাহিদার কথা বিবেচনা করে অগ্রাধিকারে পরিবর্তন আনে। ২০১৯ সাল থেকে ক্রাউন কর্পোরেশনের পার্সেল ডেলিভারি মার্কেট শেয়ার অর্ধেকে নেমে এসেছে।

দ্বিতীয় প্রান্তিকে কানাডা পোস্ট কর-পূর্ববর্তী মুনাফা করেছে ৪ কোটি ৬০ লাখ ডলার। সাবসিডিয়ারির এককালীন বিক্রয় ২৬ কোটি ৯০ লাখ ডলার পরিচালন লোকসান পুষিয়ে উঠতে সহায়তা করেছে। চলতি বছরের প্রথম প্রান্তিকে কর-পূর্ববর্তী মুনাফা ছিল ৭ কোটি ৬০ লঅখ ডলার।

This article was written by Sohely Ahmed Sweety as part of the LJI.

- Advertisement -

Related Articles

Latest Articles