14.2 C
Toronto
রবিবার, মার্চ ১৬, ২০২৫

সেকেন্ডে ৪৩৯ টাকা আয় রোনালদোর, অনেক পিছিয়ে মেসি!

সেকেন্ডে ৪৩৯ টাকা আয় রোনালদোর, অনেক পিছিয়ে মেসি!
ফুটবলের দুই চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদো আর লিওনেল মেসি

ক্যারিয়ারের সায়াহ্নে এসে গোলের পর গোল করে যাচ্ছে ক্রিশ্চিয়ানো রোনলদো। নয়শ গোলের মাইফলক ছাড়িয়ে ছুটছেন হাজার গোলের দিকে। মাঠের সেরা সময়টা অনেক আগে পার করে এলেও তার আয় দিনকে দিন বেড়েই যাচ্ছে! সর্বোচ্চ আয় করা ফুটবলারের তালিকায় এবারও শীর্ষস্থান ধরে রেখেছেন এই পর্তুগিজ মহাতারকা।

কোহলি কি দলের জন্য ‘বোঝা’ হয়ে উঠছেন?কোহলি কি দলের জন্য ‘বোঝা’ হয়ে উঠছেন?
যুক্তরাষ্ট্রের বিশ্বখ্যাত সাময়িকী ফোর্বস গতকাল রাতে ২০২৪ সালে সবচেয়ে বেশি আয় করা ফুটবলারদের তালিকা প্রকাশ করেছে। এতে দেখা যাচ্ছে, বছরে রেকর্ড ২৮ কোটি ৫০ লাখ ডলার আয় করে শীর্ষে আছেন রোনালদো। বাংলাদেশি মুদ্রায় তার আয়ের অংকটা (৩ হাজার ৪১৬ কোটি ৩৯ লাখ টাকা।

- Advertisement -

দ্বিতীয় স্থানে আছেন সিআর সেভেনের চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি। আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী মহানায়কের আয় রোনালদোর অর্ধেকেরও কম—১৩ কোটি ৫০ লাখ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ১ হাজার ৬১৮ কোটি ২৯ লাখ টাকা। তিনে থাকা ব্রাজিল সুপারস্টার নেইমার চোটের কারণে সারা বছর না খেলেও ১১ কোটি ডলার আয় করেন। যা বাংলাদেশি মুদ্রায় ১ হাজার ৩১৮ কোটি ৬০ লাখ টাকা।

খেলোয়াড়দের বেতন, বোনাস, স্পনসরসহ সব ধরনের আয়ের হিসাব বিবেচনায় নিয়ে এই বার্ষিক আয়ের তালিকা করেছে ফোর্বস। ফুটবলারদের আয়কে দুটি ভাগে ভাগ করা হয়েছে। মাঠ থেকে ও মাঠের বাইরে থেকে। শীর্ষে থাকা রোনালদোর সিংহভাগ আয় আসে মাঠ থেকে; ২২ কোটি ডলার। বাকি ৬ কোটি ৫০ লাখ ডলার আসে বাইরের খাত থেকে। ফোর্বসের হিসেবে, রোনালদো সেকেন্ডে ৩.৬৭ ডলার বা ৪৩৯ টাকা আয় করেন।

 

- Advertisement -

Related Articles

Latest Articles