6 C
Toronto
সোমবার, এপ্রিল ২১, ২০২৫

অস্ত্র হাতে মধ্যরাতে ছাত্রলীগের মিছিল, স্লোগান

অস্ত্র হাতে মধ্যরাতে ছাত্রলীগের মিছিল, স্লোগান - the Bengali Times
ভিডিও থেকে নেওয়া

আওয়ামী লীগ সরকার পতনের প্রায় আড়াইমাস পর চট্টগ্রামে প্রকাশ্যে মিছিল করেছে ছাত্রলীগ-যুবলীগের একটি অংশ। শুক্রবার (১৮ অক্টোবর) রাত ১২টা ৪০ মিনিটের দিকে ২০-৩০ জন তরুণ জামালখান এলাকায় কয়েক মিনিটের মিছিল করে সটকে পড়েন। প্রত্যক্ষদর্শীরা অভিযোগ, মিছিলে অংশ নেওয়া অনেকের কাছেই অস্ত্র ছিল।

সামাজিক যোগাযোগমাধ্যমে মিছিলের ৩৮ সেকেন্ডের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। মিছিলের তিনটি ভিডিও আওয়ামী লীগের ভ্যারিফাইড পেজেও শেয়ার করা হয়েছে।

- Advertisement -

ভিডিওতে দেখা যায়, সামনে কয়েকটি মোটরসাইকেল ধীর গতিতে এগিয়ে চলছে। সেগুলোর পেছনে ২০-৩০ জনের মিছিল। তাদের বেশিরভাগেরই মুখে ছিল মাস্ক। সেখানে পতিত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে ‘শেখ হাসিনার ভয় নেই, রাজপথ ছাড়ি নাই’-স্লোগান দিতে দেখা যায় তাদের। দ্রুতই তারা মিছিলটি শেষ করে চলে যান।

 

- Advertisement -

Related Articles

Latest Articles