16.1 C
Toronto
শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

সরকারকে সাবধান করলেন রুমিন ফারহানা

সরকারকে সাবধান করলেন রুমিন ফারহানা - the Bengali Times
রুমিন ফারহানা

সরকারের উদ্দেশ্যে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহসম্পাদক ও সাবেক সংসদ সদস্য রুমিন ফারহানা বলেছেন, ‘ভোটের কোনো নিশানা কিন্তু দেখি না। সাবধান করে দিই।

দেশের মানুষ ভোটের জন্য বারবার আন্দোলন করেছে উল্লেখ করে বিএনপির এই নেতা বলন, মানুষের ধৈর্যের পরীক্ষা নেবেন না। মানুষকে ভোট দেওয়ার সুযোগ তৈরি করে দেন। মানুষ যাকে খুশি, তাঁকেই বেছে নেবে। এই দেশ চলবে মানুষের রায়ে। বিনা ভোটের সরকার বাংলাদেশে আমরা আর কোনো দিন আসতে দেব না।

- Advertisement -

আজ রোববার ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে রুমিন ফারহানার বাবা ভাষাসংগ্রামী অলি আহাদের ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

রুমিন ফারহানা বলেন, ‘১৯৭৫ সালের ১৫ আগস্টের পর বাংলাদেশের মানুষ স্বস্তির নিশ্বাস ফেলেছিল। একটা বাড়িতেও কান্না হয়নি। একটা মানুষও আফসোস করেনি। এত বছর পরে আবার ৫ আগস্ট একই ঘটনা ঘটেছে। হাসিনা একদিকে পালিয়েছে। আর মানুষের ঘরে খুশি আর খুশি, মুক্তি আর মুক্তি, আনন্দ আর আনন্দ। আওয়ামী লীগকে আর টোকাইয়া কোথায় খুঁজে পাওয়া যায় না।’

শাহবাজপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আমান মুন্সির সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার সাবেক মেয়র হাফিজুর রহমান মোল্লা।

- Advertisement -

Related Articles

Latest Articles