
বিয়ে করবেন সাইফ আলী কন্যা সারা আলি খান। কিন্তু যিনি তার শর্ত মেনে নেবেন, সেই পুরুষের পাণিগ্রহণ করবেন সাইফ আলি খানের মেয়ে। কিন্তু কী সেই শর্ত?
বিশেষ এক শর্তে বিয়ে করবেন সাইফ কন্যা!
জানা গেছে, যে পুরুষ তার এবং তার মায়ের সঙ্গে থাকতে পারবেন, সাইফ কন্যা তাকেই বিয়ে করবেন।
সারার সাম্প্রতিক ছবি ‘আতরঙ্গি রে’ এর প্রচারে তার বিয়ের পরিকল্পনা নিয়ে প্রশ্ন করা হয়েছিল। সারা জানান, ছবিতে তার চরিত্রের মতো তিনি পালিয়ে বিয়ে করতে রাজি নন। সারার কথায়, ‘আমার ঘর মানে আমার মা। কোথাও পালিয়ে গেলেও সেখানেই ফিরে আসব। মাকে ছেড়ে কোথাও যাওয়ার ক্ষমতা আমার নেই।’
সাইফ আলি খানের সঙ্গে অমৃতার যখন বিচ্ছেদ হয়, সারার বয়স তখন মাত্র ৯। এরপর মায়ের কাছে থেকে তার আদর্শেই বেড়ে ওঠেন অভিনেত্রী। তাই অমৃতাকে ঘিরেই আবর্তিত সারার জীবন। সাইফ দ্বিতীয় বিয়ে করলেও (করিনার সঙ্গে বিয়ে হয় সাইফের) অমৃতা একাই থেকেছেন তার সন্তানদের সঙ্গে।
২০০৪ সালের পর থেকে মেয়ে সারা এবং ছেলে ইব্রাহিমের সঙ্গে আলাদা বাড়িতে থাকেন অমৃতা। তাই মা ছাড়া মেয়ে যেন অন্ধ। তার সাম্প্রতিক সাক্ষাৎকারেও সেই উদাহরণই মিলল।