0.2 C
Toronto
শুক্রবার, মার্চ ১৪, ২০২৫

জরুরি সেবায় তহবিল বাড়াচ্ছে অন্টারিও

জরুরি সেবায় তহবিল বাড়াচ্ছে অন্টারিও
উইন্ডসর টেকুমসেহর কনজার্ভেটিভ এমপিপি অ্যান্ড্রু ডাউয়ি বলেন আমাদের হাসপাতালগুলোর জরুরি বিভাগে আরও নার্স যুক্ত হলে প্যারামেডিকরা রোগীদের ছেড়ে প্রয়োজনমতো দ্রুততম সময়ে কমিউনিটিতে ফিরতে পারবেন

উইন্ডসর/এসেক্সের অ্যাম্বুলেন্সের প্রাপ্যতা বাড়াতে জরুরি সেবা বাবদ মৌলিক তহবিল ৮ শতাংশ বাড়াচ্ছে অন্টারিও সরকার। হাসপাতালের জরুরি বিভাগের নার্সের সংখ্যা বৃদ্ধিও এর আরেকটি লক্ষ্য।

স্থল অ্যাম্বুলেন্সের মৌলিক তহবিল ৮ শতাংশ বৃদ্ধির ফলে ২০২৪ সালে এই অঞ্চলে প্রদেশের মোট বিনিয়োগ দাঁড়াবে ২ কোটি ৫২ লাখ ৯১ হাজার ৪১১ ডলার। আরও বেশি নার্স ও অ্যাম্বুলেন্স থেকে রোগীদের জরুরি বিভাগে নামানোর কাজে অন্যান্য স্বাস্থ্য পেশাজীবী নিয়োগে ডেডিকেটেড অফলোড নার্সেস প্রোগ্রামের মাধ্যমে উইন্ডসর রিজিয়নাল হসপিটালে আরও ১১ লাখ ২৩ হাজার ৯২৭ ডলার বিনিয়োগ করছে প্রদেশ।

- Advertisement -

উইন্ডসর- টেকুমসেহর কনজার্ভেটিভ এমপিপি অ্যান্ড্রু ডাউয়ি বলেন, আমাদের হাসপাতালগুলোর জরুরি বিভাগে আরও নার্স যুক্ত হলে প্যারামেডিকরা রোগীদের ছেড়ে প্রয়োজনমতো দ্রুততম সময়ে কমিউনিটিতে ফিরতে পারবেন। আমাদের সরকার ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্ভাবনীমূলক ও বাস্তবসম্মত এই কর্মসূচি উইন্ডসর রিজিয়নাল হসপিটালে অ্যাম্বুলেন্সের জট কমাতে ভূমিকা রাখছে। এই তহবিল ওই সাফল্যের ওপর দাঁড়িয়ে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করবে।

২০২২ সালের অক্টোবরে চালু হওয়ার পর কর্মসূচিটি উইন্ডসর রিজিয়নাল হসপিটালের অফলোড টাইম ৫০ শতাংশের বেশি কমাতে সাহায্য করেছে।

অন্টারিও প্রদেশব্যাপী মেডিক্যাল প্রায়োরিটি ডিসপ্যাচ সিস্টেম (এমপিডিএস) বাস্তবায়নের কাজ অব্যাহত রেখেছে। ব্যবস্থাটি জরুরি মেডিক্যাল কলগুলোর মধ্যে কোনটা অগ্রাধিকার পাওয়ার মতো তা নির্ধারণে এবং দ্রুত প্যারামেডিকদের সেখানে পাঠাতে সহায়তা করছে।
গত মাসে প্রদেশ মিসিসোগা, কেনোরা, থান্ডার বে, অটোয়া এবং রেনফ্রিউতে এমপিডিএস চালু করেছে এবং নির্ধারিত সময়ের এক বছর আগেই বাকি ১৫টি ডিসপাস সাইটে এটা বাস্তবায়নে গতি সঞ্চার করেছে।

This article was written by Sohely Ahmed Sweety as part of the LJI.

- Advertisement -

Related Articles

Latest Articles