5.2 C
Toronto
রবিবার, এপ্রিল ২০, ২০২৫

দ্বিতীয় প্রান্তিকে কানাডার প্রবৃদ্ধি ২.১%

দ্বিতীয় প্রান্তিকে কানাডার প্রবৃদ্ধি ২.১% - the Bengali Times
দ্বিতীয় প্রান্তিকে কানাডার প্রবৃদ্ধি ২১

চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে কানাডার অর্থনৈতিক প্রবৃদ্ধি হয়েছে ২ দশমিক ১ শতাংশ। যদিও মাথাপিছু জিডিপি টানা পঞ্চম প্রান্তিকের মতো কমেছে। স্ট্যাটিস্টিকস কানাডা এই তথ্য জানিয়েছে।

দ্বিতীয় প্রান্তিকের এই প্রবৃদ্ধি ব্যাংক অব কানাডার জুলাইয়ে প্রাক্কলিত ১ দশমিক ৫ শতাংশের বেশি এবং অর্থনীতিবিদদের প্রত্যাশার চেয়ে ভালো।

- Advertisement -

কানাডিয়ান পরিবারগুলো এখনো ব্যয় করছে তবে তার গতি কম। বাড়ি ভাড়া, খাদ্য ও বিদ্যুতের মতো নিত্য ব্যবহার্য পণ্য ও সেবা এই প্রবৃদ্ধিতে ভূমিকা রেখেছে। এই সময়ে লোকজন ট্রাক, ভ্যান ও পরিষেবা যানবাহন কিনেছে কম এবং বিদেশে অবস্থানরত অবস্থাতেও ব্যয় করেছে অল্প।

দ্বিতীয় প্রান্তিকে কর্মীদের বেতন বেড়েছে ১ দশমিক ৬ শতাংশ। সবচেয়ে বেশি বেতন বেড়েছে খনি এবং তেল-গ্যাস উত্তোলন শিল্পে। স্বাস্থ্যসেবা এবং সামাজিক সহায়তা, শিক্ষা সেবার পাশাপাশি ব্যাংক ও আর্থিক খাতেও উচ্চ বেতন ছিল এই প্রান্তিকে।

সিআইবিসির অর্থনীতিবিদ অ্যান্ড্রু গ্রান্থাম তার নোটে লিখেছেন, এই প্রান্তিকে কানাডার অর্থনৈতিক প্রবৃদ্ধি প্রত্যাশার চেয়ে ভালো হয়েছে। কিন্তু প্রবৃদ্ধির গতিটা কম। কারণ, মাসি হিসাবে জুনের প্রবৃদ্ধি সেভাবে হয়নি বললেই চলে। একই পূর্বাভাস জুলাইয়ের ক্ষেত্রেও। এটা ব্যাংক অব কানাডাকে সুদের হার কর্তন অব্যাহত রাখার মতো যথেষ্ট কারণ দেবে।

উচ্চ প্রবৃদ্ধিতে ভূমিকা রেখেছে মূলত সরকারি ব্যয়। এই সময়ে সরকারি কর্মীদের ঘণ্টাপ্রতি বেতন বেড়েছে। সেই সঙ্গে সরকারের সব স্তরে কর্মঘণ্টাও বেড়েছে।

ব্যবসায়ীক বিনিয়োগ ও ব্যয় দুটোই এই সময়ে বেড়েছে। দ্বিতীয় প্রান্তিকে যন্ত্রপাতি বিশেষ করে উড়োজাহাজ ও অন্যান্য পরিবহন সংক্রান্ত ইকুইপমেন্ট বাবদ ব্যয় বেড়েছে বলে জানিয়েছে স্ট্যাটিস্টিকস কানাডা।

২০২৪ সালের দ্বিতীয় প্রান্তিকে আবাসনে বিনিয়োগ ১ দশমিক ৯ শতাংশ কমেছে, ২০২৩ সালের প্রথম প্রান্তিকের পর এটাই সবচেয়ে বড় পতন। নতুন নির্মাণ এবং সংস্কারেও বিনিয়োগ কম হয়েছে এই প্রান্তিকে।

- Advertisement -

Related Articles

Latest Articles