9.7 C
Toronto
শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

৯ম শ্রেণির ছাত্রীকে নিয়ে ১০ম শ্রেণির ছাত্র উধাও!

৯ম শ্রেণির ছাত্রীকে নিয়ে ১০ম শ্রেণির ছাত্র উধাও! - the Bengali Times
প্রতীকী ছবি

কুমিল্লার বুড়িচং উপজেলার এক স্কুলের ৯ম শ্রেণির ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক করে ১০ম শ্রেণির ছাত্র পালিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে বুড়িচং উপজেলার রাজাপুর নোয়াপাড়া এলাকায়। ওই পলাতক প্রেমিক-প্রেমিকা একটি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।

বুধবার বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি মেম্বার আব্দুল মোমেন।

- Advertisement -

সরেজমিন জানা যায়, বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ও একই স্কুলের নবম শ্রেণির ছাত্রী সোমবার স্কুলে গিয়ে আর বাড়িতে ফেরেনি।

এ নিয়ে এলাকায় দোকান-পাটসহ বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনা গুঞ্জন চলছে। প্রেমিক ইব্রাহীম হলেন রাজাপুর হাজীপাড়া ভাণ্ডারী বাড়ির সৌদি প্রবাসী মো. বিল্লাল হোসেনের ছেলে। প্রেমিকা সুমাইয়া আক্তার বৈশাখী হলেন রাজাপুর নোয়াপাড়া সৌদি প্রবাসী মো. জাহাঙ্গীর আলমের মেয়ে। এলাকা গিয়ে সরেজমিন স্থানীয় বাসিন্দা মোতালেব, সাবেক মেম্বার ওমর ফারুক, কণ্ঠশিল্পী আনোয়ার ও নাঈমসহ একfধিক লোকজনের মাধ্যমে তাদের দুজনের যাওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

ওই ছাত্রীর পিতা এই প্রতিনিধিকে জানান, তার মেয়ে সোমবার সকালে স্কুলে গিয়ে আর বাড়িতে ফেরেনি। তার মেয়েকে কোথাও খোঁজে পায়নি বলে তিনি জানান।

তবে স্কুলছাত্রের বাড়িতে গিয়ে অভিভাবক কাউকে পাওয়া যায়নি ও তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল গফুর জানান, তারা দুজন কয়েক দিন ধরে ক্লাসে অনুপস্থিত রয়েছে। পালিয়ে যাওয়ার বিষয়টি সাংবাদিকের মাধ্যমে শুনেছি।

এ বিষয়ে বুড়িচং থানার ওসি আজিজুল হক জানান, স্কুলের দুই শিক্ষার্থীকে পাওয়া যায় না এ বিষয়টি আমি শুনেছি। তবে লিখিত অভিযোগে পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

- Advertisement -
পূর্ববর্তী খবর
পরবর্তী খবর

Related Articles

Latest Articles