প্রথমে খবরটা দেখে আমি বিশ্বাস করতে পারি নি। ব্যারিষ্টার সুমন হেলমেট মাথায় দিয়ে আদালতে দাঁড়িয়ে আছেন, আর পুলিশ ঘিরে আছে তাকে। এই ছবিটা দেখে আমি ফেক মনে করেছিলাম প্রথমে। ভেবেছিলাম কেউ মশকরা করে, এডিট করে বানিয়ে ফেসবুকে ছেড়েছে।
তারপর দেখলাম পরপর সব টিভি চ্যানেল সেটা প্রচার করতেছে ও রাজনৈতিক বিশ্লেষকরাও আলোচনা করতেছেন।
তারপর বিশ্বাস হলো ধরা খাইছেন এইবার।
আমি তো প্রথম দিকে তার পেইজ থেকে ছাড়া বিভিন্ন পোস্ট ও ভিডিও দেখে 100% নিশ্চিত ছিলাম যে তিনি আমেরিকায় আছেন।
এখন দেখতেছি যে, তাকে গোয়েন্দারা গ্রেফতার করেছেন। গ্রেফতারের আগে তিনি তার আইডি থেকে মক্কার হুজুরের বয়ানের মতো একখানা বয়ান ছাড়েন। তিনি বলেন যে, “শুরু করিতেছি মহান আল্লাহর নামে। যিনি পরম করুণাময় ও অত্যন্ত দয়ালু ।” তারপর তিনি জানান অন্যদের মতো মীরজাফর হয়ে ভারত দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টাই করেন নি তার মা বা আপার কাছে যাওয়ার জন্য। তিনি তার নিরাপত্তার জন্য বোনের বাসায় গা ঢাকা দিয়ে ছিলেন অনলি।
তারপর তিনি ঐ ভিডিওতে বলেন, আমার কোনো অর্থ-সম্পদ কিছুই নেই। একটা গাড়ি আছে অনলি। সদ্য হওয়া শিশুর মতো নিজেকে এক রকম নিষ্পাপ দাবি করেন তিনি। তিনি জনগণকে সকল কাজ ফেলে তার জন্য জোরে দোয়া করতে অনুরোধ করেছেন।
এই হলো ঘটনা। কীসের মধ্য দিয়ে কী হইল কিছুই তো জানা গেল না।
যাক ধরা খাইছেন উনি এটাই হলো কথা। বাইরে তিনি নানান খেলাধুলা করতেন। ঐ যে ফুটবল খেলা আরকি। এখন ধরা খাইছেন। যেখানে রাখা হবে সেখানেও খেলা করা যাইবেয়ানে। শুনেছি সেখানে নাকি লুডু খেলা করা যাচ্ছে। যেহেতু শামীম বলেছিলেন খেলা হবে, তো খেলা হবেই। থামা যাবে না।
কিন্তু এদিকে চাকিবিয়ানদের চাকিব একটা টিকটকে ভিডিওতে বলেছেন, “আমাকে নিয়ে খেলবা না”। সুতরাং উনি কিন্তু টয় না। ওনাকে নিয়ে খেলবেন না কেউ।
তো যাই হোক, তিনজন এত সাধ করে বিনা ভোটে ওনারা এম্পি হইলেন! সুমন, ফেরদৌস আর সাকিব।গনভবণে তাদের তেমন খেলা জমে নি, কারণ বিয়ের পরপরই বিধবা হওয়ার মতো একখান অবস্থা। বাট বাইরে ফাইন খেলা চলতেছে।
এখন কেউ কেউ বলবেন, আপনাকে আগে পছন্দ করতাম, এখন করি না। কারণ প্রচুর খেলাধুলার পোস্ট দিতেছেন। ওকে ফাইন। ধন্যবাদ।
তবে আদালতে দাঁড়িয়ে যে বা যে দলের আইনজীবী ব্যারিষ্টার সুমনের আইনজীবীর মাথায় চটাস করে একটা চড় মারলেন আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। যিনি চড় মারলেন তিনি কোনোভাবেই আইনজীবীর পর্যায়ে পড়েন না।
আল্লাহ আপনাদের সুস্থ রাখুন।
টরন্টো,কানাডা