-3.4 C
Toronto
শনিবার, মার্চ ২২, ২০২৫

মেট্রোর নারী কামরায় পুরুষ যাত্রী, এরপর যা ঘটল…

মেট্রোর নারী কামরায় পুরুষ যাত্রী, এরপর যা ঘটল… - the Bengali Times
ছবি সংগৃহীত

ভারতের রাজধানী শহর দিল্লিতে মেট্রোর নারীদের জন্য নির্দিষ্ট কামরায় উঠেছিলেন পুরুষ যাত্রীরা। সেই অপরাধে তাদের জুটল কড়া শাস্তি। নিয়ম ভেঙে যে সব পুরুষ নারী কামরায় উঠেছিলেন তাদের টেনেহিঁচড়ে নামিয়ে দিয়েছেন নারী পুলিশ কর্মকর্তারা। সেই সাথে ‘শাস্তি’ হিসাবে জুটেছে চড়-থাপ্পড়ও।

সম্প্রতি এক্স হ্যান্ডল থেকে একটি ভিডিও প্রকাশিত হয়েছে। যা দেখে হতবাক হয়েছেন নেটিজেনরা। রোসি নামের এক তরুণীর অ্যাকাউন্ট থেকে এই ভিডিওটি প্রকাশিত হয়েছে।

- Advertisement -

ভিডিওতে দেখা গেছে, মেট্রো স্টেশনে কয়েক জন নারী ও পুরুষ রেলপুলিশ কামরার সামনে দাঁড়িয়ে রয়েছেন। ট্রেনটি থামার পর দরজা খুলতেই ভিতর থেকে পুরুষ যাত্রীদের হাত ধরে টেনেহিঁচড়ে নামিয়ে দেন পুলিশকর্মীরা। প্রত্যেক পুরুষকেই শাস্তি হিসাবে চড় মারতে দেখা যায় পুলিশকর্মীদের। সংবাদমাধ্যম সূত্রে খবর, কয়েক জন পুরুষ দিল্লি মেট্রোর একটি নারী কামরায় উঠে পড়েছিলেন।

এ নিয়ে কামরার নারী সহযাত্রীরা আপত্তি জানিয়েছিলেন। যার ফলে উত্তপ্ত বাক্য বিনিময় শুরু হয়। ট্রেন থামতেই এ ব্যাপারে হস্তক্ষেপ করেন পুলিশ কর্মকর্তারা। পুলিশ এবং নারী যাত্রীদের আক্রমণাত্মক প্রতিক্রিয়া দেখে খানিকটা হতভম্ব হয়ে যান পুরুষ যাত্রীরা। ভাইরাল ভিডিওটি ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ক্ষোভের সৃষ্টি করেছে। দিল্লিতে নারীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অনেক ব্যবহারকারী। পাশাপাশি পুলিশের এই ধরনের শাস্তি দেওয়ার এখতিয়ার নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকেই।

- Advertisement -

Related Articles

Latest Articles