16.1 C
Toronto
শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

মহিলা লীগের সেই নেত্রী অস্ত্রসহ আটক

মহিলা লীগের সেই নেত্রী অস্ত্রসহ আটক - the Bengali Times
রুপা খাতুন

চুয়াডাঙ্গায় যৌথবাহিনী অভিযান চালিয়ে মহিলা লীগের ব্যাপক আলোচিত নেত্রী রুপা খাতুনকে (৩৮) আটক করেছে। এ সময় তার কাছ থেকে একটি অবৈধ ইয়ারগান, একটি হাঁসুয়া, একটি বঁটি, পাসপোর্ট ও নগদ সাড়ে ৭ লাখ টাকা উদ্ধার করেছে।

শুক্রবার ভোরের দিকে চুয়াডাঙ্গা পৌর এলাকার তালতলা গ্রামের শ্মশানপাড়ার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ ঘটনা নিশ্চিত করেন চুয়াডাঙ্গা যৌথ বাহিনীর ভারপ্রাপ্ত কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল জয়নুল আবেদীন।

- Advertisement -

চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পরিদর্শক (ওসি) খালেদুর রহমান জানান, শুক্রবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর একটি দল রুপার বাড়িতে অভিযান চালিয়ে আটক করে। পরে আমাদের জানালে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। এ সময় তার কাছ থেকে একটি ইয়ারগান, একটি হাঁসুয়া, একটি বঁটি, কয়েকটি পাসপোর্ট ও খালি দেশীয় মদের বোতলসহ নগদ সাড়ে ৭ লাখ টাকা উদ্ধার করা হয়।

অবৈধভাবে অস্ত্র রেখে মানুষকে ভয়ভীতি দেখানোর অপরাধে রুপার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। এছাড়াও রুপার বিরুদ্ধে মাদকের ব্যবসা, নারীদের দিয়ে দেহব্যবসা, একাধিক বিবাহ করে প্রতারণাসহ অসংখ্য অভিযোগ রয়েছে- সেগুলোর তদন্ত চলছে।

- Advertisement -

Related Articles

Latest Articles