-5 C
Toronto
বুধবার, ফেব্রুয়ারি ৫, ২০২৫

ফুড ডেলিভারি অ্যাপে সাবেক প্রেমিকাকে অনুসরণ

ফুড ডেলিভারি অ্যাপে সাবেক প্রেমিকাকে অনুসরণ
ছবি সংগৃহীত

প্রযুক্তির অগ্রগতির ফলে প্রায় সবকিছুই এখন আমাদের নখদর্পণে। কেবল একটি ফোন এবং ইন্টারনেট সংযোগের মাধ্যমে খাবার, বিনোদন, সম্পর্ক, ভ্রমণ এবং আরও অনেক কিছু করা যাচ্ছে। তবে সম্প্রতি একটি উদ্বেগজনক ঘটনা সামনে এসেছে। যেখানে এক ব্যক্তি ফুড ডেলিভারি অ্যাপ ব্যবহার করে সাবেক প্রেমিকাকে অনুসরণ করেছেন বলে জানা গেছে।

রুপাল মধুপ নামে ভারতের বেঙ্গালুরুর এক তরুণী লিঙ্কডইনে এ তথ্য শেয়ার করেছেন। পোস্টে রূপাল একটি ফুড ডেলিভারি কোম্পানিতে কর্মরত এক ব্যক্তির সঙ্গে তার বন্ধুর সম্পর্কের কথা শেয়ার করেন।

- Advertisement -

রুপাল জানান, অনলাইনে তার বান্ধবীর সঙ্গে এক তরুণের কথা হয়। দুজনেই প্রেমের সম্পর্কে জড়ালেও তা বেশি দিন টেকেনি। কিন্তু প্রাক্তনকে ভুলতে পারেননি ওই তরুণ।

রুপাল জানান, তার বান্ধবীর সাবেক প্রেমিক খাবার ডেলিভারি সংস্থায় কাজ করেন। সেখানকার তথ্য ব্যবহার করে তার বান্ধবীর ওপর নজরদারি করেছেন ওই তরুণ। তার বান্ধবী কোথায় আছেন, কোন ঠিকানা থেকে কী খাবার অর্ডার করছেন— সবকিছুই নাকি নজরে রেখেছেন ওই তরুণ।

সেগুলো দেখে সাবেক প্রেমিকাকে মেসেজও পাঠান তরুণ। রুপাল জানান, তার বান্ধবী চকলেট অর্ডার করলে ওই তরুণ মেসেজে প্রশ্ন করেন, ‘হঠাৎ এত রাতে চকলেট অর্ডার করেছ কেন? তোমার কি শরীর খারাপ?’

রুপাল জানান, একবার চেন্নাইয়ের একটি ঠিকানা থেকে খাবার অর্ডার করেছিলেন তার বান্ধবী। তা দেখে নাকি রুপালের বান্ধবীকে ওই তরুণ বার বার মেসেজ করছিলেন। প্রশ্ন করছিলেন, ‘তুমি বাড়িতে নেই কেন? চেন্নাই কেন? কার সঙ্গে ওখানে?’

রূপাল বলেন, পরিস্থিতি কেবল ভয়ঙ্করই ছিল না তবে আরও খারাপ কিছু হতে পারত।

- Advertisement -

Related Articles

Latest Articles