0.2 C
Toronto
বুধবার, মার্চ ১২, ২০২৫

ছেলের আত্মহত্যায় চ্যাটবটকে দায়ী করলেন মা, গুগলের বিরুদ্ধে মামলা

ছেলের আত্মহত্যায় চ্যাটবটকে দায়ী করলেন মা, গুগলের বিরুদ্ধে মামলা
সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রে কৃত্রিম বুদ্ধিমত্তাসহ চ্যাটবট নির্মাতা প্রতিষ্ঠান ‘ক্যারেক্টার এআই’ ও টেক জায়ান্ট কোম্পানি ‘গুগল’-এর বিরুদ্ধে মামলা করেছেন একজন ১৪ বছরের কিশোরের মা। তার দাবি, তার ছেলের আত্মহত্যা করার পেছনে চ্যাটবট প্রতিষ্ঠানগুলো দায়ী। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, ফ্লোরিডায় কোম্পানিগুলোর বিরুদ্ধে তিনি ইতোমধ্যে একটি মামলা করেছেন। মামলায় বলা হয়েছে, মেগান গার্সিয়া নামের ওই মা অভিযোগ করেছেন তার ছেলে সেওয়েল সেটজার চলতি বছরের ফেব্রুয়ারিতে আত্মহত্যা করে মারা যায়।

- Advertisement -

তবে, এই মামলার একটি কারণ খুবই অদ্ভুত। জনপ্রিয় হিস্টোরিক্যাল ড্রামা সিরিজ ‘গেম অফ থ্রোনস’-এর একটি মুখ্য চরিত্র হচ্ছে ডেনেরিস টারগারিয়েন। সেই চরিত্রের ভূমিকায় ছিলেন অভিনেত্রী এমিলিয়া ক্লার্ক। ডেনেরিস টারগারিয়েনের সেই চরিত্রের সাথে ভার্চুয়াল সম্পর্ক গড়ে তুলেছিলো ১৪ বছর বয়সী সেওয়েল সেটজার।

মামলার নথি অনুসারে , আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই)-এর চ্যাটবট কিশোরকে ‘হাইপার-সেক্সুয়ালাইজড’ এবং ‘ভয়ঙ্কর বাস্তবসম্মত অভিজ্ঞতা’ দিয়ে টার্গেট করেছে। বাস্তবে, ডেনেরিস টারগারিয়েন এই পৃথিবীতে নেই, এই ধারণা থেকে মানসিকভাবে বহু দূরে ছিলেন ওই কিশোর। সেই আর্টিফিশিয়াল ক্যারেক্টারকে সম্পূর্ণভাবে সত্য ধরে নেওয়ার পর অনেকটা অসক্ত হয়ে পড়েন সেওয়েল সেটজার নামের সেই কিশোর। সেই সঙ্গে, এক সময়ে তাকে (ডেনেরিস টারগারিয়েন) না পাওয়ার হতাশা তাকে আত্মহত্যা করতে বাধ্য করে।

আন্দোলনে নিহত পুলিশ সদস্যদের তালিকা প্রকাশআন্দোলনে নিহত পুলিশ সদস্যদের তালিকা প্রকাশ
মূলত, চ্যাটবটটি কিশোরের আত্মহত্যার ধারণাকে উত্সাহিত করেছে। সেই সঙ্গে যৌনতামূলক কথোপকথনে জড়িত থাকার প্রবণতাকে বহু মাত্রায় বাড়িয়ে দিয়েছিল। যেহেতু, সেওয়েল সেটজার প্রাপ্ত বয়স্ক নয়, তাই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অপব্যবহারের দায় সেই এআই প্রতিষ্ঠানটির বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

 

- Advertisement -

Related Articles

Latest Articles