6.4 C
Toronto
রবিবার, এপ্রিল ২০, ২০২৫

পুলের জলে খোলামেলা অবতারে অভিনেত্রী পার্নো মিত্র

পুলের জলে খোলামেলা অবতারে অভিনেত্রী পার্নো মিত্র - the Bengali Times

টলিউডের জনপ্রিয় মুখ পার্নো মিত্র। যিনি অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও বেশ সরব থাকেন। লম্বা সময় ধরে বড় পর্দা থেকে দূরে থাকলেও তার জনপ্রিয়তায় মোটেও ভাঁটা পড়েনি।

- Advertisement -

ইনস্টাগ্রামে মাঝে মধ্যেই পার্নোকে সাহসী অবতারে দেখা যায়। অভিনেত্রীর কাছে সাহসী বা বোল্ড পোশাক পরার জন্য মেদহীন শরীরের প্রয়োজন হয় না। যে কারণে প্রায়শই মনোকিনিতে হাজির হন তিনি।

সম্প্রতি কালো রঙের মনোকিনিতে পুলের নীল জলে চোখে কালো রঙের সানগ্লাসে দেখা মিলেছে অভিনেত্রীর। বৃষ্টির মধ্যেই পার্নো ডুব দিয়ে ছবি তুলেছেন, ভিডিও করেছেন। সেসব ইনস্টাগ্রামে আপলোড করেছেন।

অভিনেত্রীর যে আগের স্লিম ফিগার নেই তা দেখেই বোঝা যাচ্ছে। অনেকটাই ওজন বাড়িয়েছেন তিনি। তবে সেসব নিয়ে ভক্তদের মাথাব্যথা নেই। বরং নেটিজেনরা অভিনেত্রীর এই রূপেরই প্রশংসায় মেতেছেন।

চলতি বছরের শুরুর দিকে শ্রীলঙ্কায় ভ্যাকেশনে গিয়েছিলেন পার্নো। সেখান থেকে তিনি একাধিক বিকিনি লুকের ছবি পোস্ট করেন। যেখানে তার শরীর দেখে বোঝাই যাচ্ছ, অল্প-বিস্তর মেদ জমেছে। তবে সেই শরীরেই তিনি উষ্ণতার পারদ চড়িয়েছিলেন। নেটিজেনদের নজর কেড়েছেন।

পুলের জলে খোলামেলা অবতারে অভিনেত্রী পার্নো মিত্র - the Bengali Times

এখন অভিনেত্রীকে খুব একটা টলিউড পার্টিতেও দেখা যায় না। বরং কনটেন্ট ক্রিয়েটার নিরঞ্জনের সঙ্গেই ঘরোয়া পার্টি, বাড়ির পুজা ও বিভিন্ন স্থানে ঘুরে বেড়াতে দেখা যায় পার্নোকে। শাড়ি থেকে ওয়েস্টার্ন সবকিছুতেই দারুণভাবে নিজেকে ফিট করে নিতে পারেন অভিনেত্রী।

তার পোস্ট করা সেসব ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় পারদ চড়ায়। একসময় অভিনেত্রীর অভিনয় দর্শকদের কাছে প্রশংসা পেয়েছে। ব্যক্তিগত জীবনে একাধিক সম্পর্কে জড়ালেও এই মুহূর্তে তিনি নিজেকে সিঙ্গল বলেই দাবি করে থাকেন।

- Advertisement -

Related Articles

Latest Articles