7.8 C
Toronto
রবিবার, এপ্রিল ২০, ২০২৫

তরুণীর বার্থডে কেক কাটতেই টাকার ফোয়ারা!

তরুণীর বার্থডে কেক কাটতেই টাকার ফোয়ারা! - the Bengali Times
ছবি সংগৃহীত

গোলাপ রঙা কেক। মাঝখানে সোনালি হরফে লেখা ‘হ্যাপি বার্থডে’। জন্মদিনে কেক কাটবেন বলে ছুরি হাতে নিয়েছিলেন তরুণী। কিন্তু তখনই তাকে বাধা দিলেন তার বন্ধুরা। তারা বললেন, আগে মাঝখানের চাকতি তুলে নিয়ে ফেলে দাও। তা হলে কেক কাটতে সুবিধা হবে।

বন্ধুদের কথা শুনে রাজি হলেন তরুণী। কিন্তু চাকতি ধরে টান দিতেই চমক। এ যে টাকার ফোয়ারা। একের পর এক ৫০০ রুপির নোট বেরিয়ে আসছে। জাদুকরেরা ম্যাজিক দেখানোর সময় যেমন টুপির ভেতর থেকে জাদুর রুমাল টেনে বের করতেই থাকেন, নোটের বিষয়টিও তেমনই।

- Advertisement -

সোশালে এমনই একটি ভিডিও পোস্ট করেছেন প্রতীক্ষা যাদব নামে এক তরুণী। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করা যায়নি।

ভিডিওটি পোস্ট করে প্রতীক্ষা জানান, তার জন্মদিন উপলক্ষে কেক কিনে ছোট অনুষ্ঠানের আয়োজন করেন বন্ধুরা। কেকের ওপর লেখা ছিল ‘লীলাবতী’। বন্ধুরা মজা করে তাকে এই নামে ডাকে।

হাতে আইফোন ১৬ দেখলেই ধরিয়ে দেয়ার অনুরোধহাতে আইফোন ১৬ দেখলেই ধরিয়ে দেয়ার অনুরোধ
ভিডিওতে দেখা গেছে, কেকের ওপর রাখা চাকতি টানতেই বের হতে থাকে প্লাস্টিকে মোড়া ৫০০ রুপির নোট। যেন কোনও শেষ নেই। তবে খানিকক্ষণ ধরে টানার পর নোটের ‘জাদু রুমাল’ বের হওয়া থামল।

তরুণী জানান, বন্ধুরা তাকে চমকে দিতে এই পরিকল্পনা করেছিলেন। ৫০০ রুপির ২৯টি নোট দেওয়া হয় তাকে। পরে প্লাস্টিকে মোড়ানো নোটগুলো মালার মতো প্রতীক্ষার গলায় পরিয়ে দেন তার বন্ধুরা।

ভিডিওটি দেখে এক নেটিজেন বলেছেন, টাকাপয়সার বিষয় নয়। বন্ধুরা যে চমক দিতে চেয়েছেন সেটাই অনেক। আবার মজা করে এক নেটিজেন বলেন, কেক থেকে তো আমার এক মাসের বেতন বেরিয়ে গেল।

- Advertisement -

Related Articles

Latest Articles