
ছবি সংগৃহীত
ম্যানচেস্টার সিটির ম্যানেজার পেপ গার্দিওলা এই সপ্তাহে ব্যালন ডি’অর প্রতিযোগিতার পর ক্রিশ্চিয়ানো রোনালদো এবং লিওনেল মেসির তুলনায় নিজের মতামত প্রকাশ করেছেন। সোমবার রাতে প্যারিসে অনুষ্ঠিত ব্যালন ডি’অর জয়ের মাধ্যমে ম্যানচেস্টার সিটির খেলোয়াড় বিশ্বসেরার স্বীকৃতি লাভ করেন, যেখানে তাদের প্রতিদ্বন্দ্বিতা ছিল ব্যাপক।
রিয়াল মাদ্রিদের পক্ষ থেকে ভিনিসিয়াস জুনিয়রের সমর্থকরা এতটাই ক্ষুব্ধ ছিলেন যে, পুরো রিয়াল মাদ্রিদ দলের প্রতিনিধিরা অনুষ্ঠানে যোগ দেওয়ার পরিকল্পনা বাতিল করেন, এমনকি স্পনসর নাইকিও তাদের পূর্বনির্ধারিত অনুষ্ঠান বাতিল করেন।
ইংলিশদের মতো খেলে সাবিনারা, তাই সতর্ক নেপালইংলিশদের মতো খেলে সাবিনারা, তাই সতর্ক নেপাল
ম্যানচেস্টার সিটির প্রতিনিধিরা রাতভর উদযাপন শেষে মঙ্গলবার সকালে ম্যানচেস্টারে ফিরে আসেন। দুপুরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে গার্দিওলা স্পেনের ফুটবলের অবদানের ওপর আলোকপাত করেন এবং বলেন, কিভাবে তাদের খেলা বিশ্বের ফুটবলে প্রভাবশালী হয়েছে।
গার্দিওলা বলেন, “শেষ দশকে স্প্যানিশ ফুটবল অসাধারণ কিছু করেছে। বিশ্বকাপ, ইউরোজয়, এবং অসংখ্য প্রতিভাবান খেলোয়াড় নিয়ে যাত্রা করেছে, কিন্তু ব্যালন ডি’অর কখনোই তাদের হাতে ওঠেনি। রদ্রির এই জয় স্পেনের ফুটবলের প্রতিনিধিত্ব করে।”
এটি আলোচনার প্রসঙ্গেই তিনি মেসি ও রোনালদোর কথা বলেন। গার্দিওলা বলেন, “মেসিকে হারাতে কেউ পারেনি। শুধু ক্রিশ্চিয়ানো। ক্রিশ্চিয়ানো এক দানব, কিন্তু সেই দানবের পিতা মেসি। এই দুই তারকা গত ১৫-২০ বছরে অবিশ্বাস্য কিছু করেছেন।” এখানে দানব বলতে ‘অসাধারণ প্রতিভা’ বুঝিয়েছেন গার্দিওলা। তার মতে যখন মেসি এবং রোনালদো মঞ্চে ছিলেন, তখন জাভি ও ইনিয়েস্তার মতো প্রতিভারা হয়তো ব্যালন ডি’অর পাওয়ার যোগ্য ছিলেন, কিন্তু তাদের ওপর ছায়ার মতো দাঁড়িয়ে ছিলেন মেসি ও রোনালদো।
এই মতামত প্রকাশের পর গার্দিওলা সিটির কারাবাও কাপ ম্যাচ নিয়ে কথা বলেন, যেখানে তিনি দল গঠনের ক্ষেত্রে কোনো ঝুঁকি না নেওয়ার ইঙ্গিত দেন।