2 C
Toronto
সোমবার, মার্চ ১৭, ২০২৫

প্রেমিককে সুটকেসে ঢুকিয়ে আটকে দিলেন প্রেমিকা, অতঃপর…

প্রেমিককে সুটকেসে ঢুকিয়ে আটকে দিলেন প্রেমিকা, অতঃপর...
প্রেমিক প্রেমিকা ও সেই সুটকেস

প্রেমিকের সঙ্গে নাকি লুকোচুরি খেলছিলেন প্রেমিকা। আর, সেই খেলা খেলতে খেলতেই তাকে সুটকেসে ঢুকিয়ে সেই সুটকেসের চেন টেনে বন্ধ করে দেন প্রেমিকা। তারপর সেখান চলে যান। পরদিন এসে দেখেন দম বন্ধ হয়ে মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছেন প্রেমিক।

২০২০ সালের ফেব্রুয়ারি মাসে এই উদ্ভট এবং নৃশংস ঘটনাটি ঘটেছিল আমেরিকার ফ্রোরিডায়। যে নারী এভাবে তার প্রেমিককে খুন করে, তার নাম সারাহ বুন (৪৭)। তার হাতে খুন হতে হয় তারই প্রেমিক জর্জেস টরেস জুনিয়রকে। শুক্রবার এই ঘটনায় সারাহকে দোষী সাব্যস্ত করেন সংশ্লিষ্ট আদালতের জুরি সদস্যরা। সারার বিরুদ্ধে সেকেন্ড ডিগ্রি খুনের অভিযোগ প্রমাণিত হয়েছে।

- Advertisement -

নিউইয়র্ক পোস্টের খবরে বলা হয়, মার্কিন বিভিন্ন সংবাদপত্রে এই ঘটনা এবং মামলার নানা তথ্য প্রকাশ করা হয়েছে। প্রাথমিকভাবে সারাহর দাবি, ওই ঘটনার সময় সে এবং তার প্রেমিক দুজনই মদ্যপ ছিল।

প্রাথমিকভাবে সারাহ অরেঞ্জ কাউন্টির শেরিফকে জানিয়েছিল, তারা মজা করে লুকোচুরি খেলছিল। সেই সময় সারাহর প্রেমিক নিজেই সুটকেসের ভিতর ঢুকে যান। এবং সারাও সেই সুটকেসের চেন আটকে দেয়।

যদিও পরবর্তীকালে সারা জানায়, তার প্রেমিক তার উপর অত্যাচার করত। তাই তিনি যখন সুটকেসে বন্দি হয়ে যান, তখন সারা ঠিক করে ওই অবস্থাতেই প্রেমিকের সঙ্গে এ নিয়ে আলোচনা করবে। সেই সময় সারাহর প্রেমিক নাকি সুটকেসের ভিতর বন্দি অবস্থাতেই তার সঙ্গে ঝগড়া করতে শুরু করেন। তাতে সারা ভয় পেয়ে যায় বলে দাবি করেন।

সারাহ দাবি করেন, প্রেমিক সুটকেসের বাইরে বেরোলেই তাকে মারধর করতে পারেন, এই ভয়েই সে আর তাকে সুটকেস থেকে বের করেননি। তিনি সেখান থেকে চলে যান। পরদিন সকালে সারা সেই সুটকেসের চেন খুলে দেখেন, তার প্রেমিক তার মধ্যে মৃত অবস্থায় পড়ে রয়েছেন।

তবে আদালতে সেই ঘটনার একটি ভিডিও প্রকাশ করা হয়। যেটি সারার ফোন থেকেই রেকর্ড করা হয়েছিল। তাতে সারার নৃশংস আচরণ সকলকে স্তম্ভিত করে দিয়েছে। ভিডিওতে দেখা গিয়েছে, সারার প্রেমিক সুটকেস থেকে বের হওয়ার আপ্রাণ চেষ্টা করতেই সারা তার হাতে বেস বলের ব্যাট দিয়ে সজোরে আঘাত করেন। এবং প্রেমিকের হাত জোর করে সুটকেসের মধ্যে ঢুকিয়ে দিয়ে হাসতে থাকেন।

আদালতে বিচারকের সঙ্গে আইনজীবীদের হাতাহাতিআদালতে বিচারকের সঙ্গে আইনজীবীদের হাতাহাতি
ওই ভিডিওতে সারার প্রেমিকের আর্তচিৎকারও শোনা গিয়েছে। তিনি চিৎকার করে বলতে থাকেন, শ্বাস নিতে পারছেন না। কিন্তু, সারা তা শুনেও হাসতে থাকেন। আগামী ২ ডিসেম্বর সারাহ বুনের সাজা ঘোষণার কথা রয়েছে।

- Advertisement -

Related Articles

Latest Articles