
টাকা এবং সুখের সম্পর্ক নিয়ে বিতর্ক দীর্ঘদিনের। কেউ মনে করেন বেশি টাকা মানেই বেশি সুখ, কারো মতে টাকায় সুখ মেলে না। তবে টাকাতেই সুখ পাওয়া যায়— এমন ইঙ্গিত মিলেছে সাম্প্রতিক এক গবেষণায়। এতে দেখা গেছে, আপনার ব্যাংক অ্যাকাউন্টের যত বেশি টাকা থাকবে, আপনার সুখী হওয়ার সম্ভাবনা তত বেশি।
ইউনিভার্সিটি অফ পেনসিলভেনিয়ার ওয়ার্টন স্কুলের সিনিয়র ফেলো ম্যাথিউ কিলিংসওয়ার্থের গবেষণায় এ তথ্য উঠে এসেছে।
এর আগে ২০১০ সালের একটি গবেষণায় অবশ্য বলা হয়েছিল, যাদের বার্ষিক আয় ৭৫ হাজার ডলার বা মুদ্রাস্ফীতি হিসাব করে বর্তমানের ১ লাখ ১০ হাজার ডলার তাদের আয় ও সন্তুষ্টির অনুপাত সর্বোচ্চ। অর্থাৎ আয় যখন বাড়তে বাড়তে ৭৫ হাজার ডলারে যায়, মানুষের সন্তুষ্টি পরিমাণ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। এরপর আয় বাড়লেও সেই অনুপাতে সন্তুষ্টি বাড়ে না।
তবে ম্যাথিউ কিলিংসওয়ার্থের নতুন গবেষণা সেই দাবীকে ভুল প্রমাণ করে দিয়েছে। যুক্তরাষ্ট্রের ৩৩ হাজার কর্মজীবীদের আয় ও সন্তুষ্টির তথ্য নিয়ে গবেষণাটি করেন ম্যাথিউ। এই তথ্যের সঙ্গে দেশটির কোটিপতি ও ফোর্বেসের তালিকায় ৪০০ সর্বোচ্চ ধনীদের তথ্যের সঙ্গে তুলনা করেন। ফলাফলে দেখা যায়, ৩০ থেকে ৮০ লাখ ডলারের সম্পদ রয়েছে, অন্যদের তুলনায় তাদের সন্তুষ্টি বেশি।
এ তথ্য থেকে এটা ধারণা করা যায়, আয়-সম্পদ বাড়লে সুখের পরিমাণও বাড়ে।
বিশেষজ্ঞরা অবশ্য এই ধারণাকে সমর্থন করছেন। দুবাইয়ের একটি প্রতিষ্ঠানে মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করেন বুশরা খান। তার মতে, টাকা আমাদের জীবনের ওপর বেশি নিয়ন্ত্রণ দেয়। টাকা থাকলে আমাদের কাছে সুযোগ থাকে আমরা আমাদের শখগুলো বাস্তবায়নে।
কী ধরণের কাজ করব, চাপে পড়লে সেই পরিস্থিতি কীভাবে সামলাবো সেই সুযোগ থাকে। আমরা পছন্দমতো জায়গায় ঘুরতে যেতে পারি, নতুন কিছু শিখতে বা অবসরে আরও কার্যকরভাবে কাটাতে পারি। সর্বোপরি আমাদের জীবনের নিয়ন্ত্রণ আমাদের হাতেই থাকে যা সুখ বা সন্তুষ্টি বাড়াতে সাহায্য করে।