7.3 C
Toronto
শনিবার, মার্চ ১৫, ২০২৫

বেকার ছিলাম, আবার বেকার হয়ে যাব: আসিফ মাহমুদ

বেকার ছিলাম, আবার বেকার হয়ে যাব: আসিফ মাহমুদ
উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

নিজের অভিজ্ঞতা টেনে শ্রম ও কর্মসংস্থার এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, আমি নিজেও বেকার ছিলাম, আবার বেকার হয়ে যাব এ দায়িত্ব শেষ হওয়ার পর। বেকারত্বের চ্যালেঞ্জ মোকাবিলার জন্যই আমাদের যুব উন্নয়ন অধিদপ্তর কাজ করে থাকে। আমরা ট্রেনিং দিয়ে থাকি। ফ্রিল্যান্সার থেকে শুরু করে বিশ্ব ব্যাংকের সহযোগিতায় ট্রেনিং আছে।

আগামী ১ নভেম্বর জাতীয় যুব দিবস উপলক্ষে বুধবার (৩০ অক্টোবর) সচিবালয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান।

- Advertisement -

তিনি বলেন, আমরা লক্ষ্যমাত্রা নিচ্ছি- ট্রেনিং হতে হবে কর্মমুখী। যাতে ট্রেনিং দিয়ে আমরা তাকে ছেড়ে না দেই। ট্রেনিং দিয়ে তাকে ফলোআপ রাখা যে কোথায় সে যাচ্ছে। সামনের দিকে আরও কর্মসূচি হাতে নেব যেকোনো কর্মে কী ধরনের স্কিল প্রয়োজন। সে ধরনের ট্রেনিং দিয়ে কর্ম নিশ্চিত করব।

সরকারের এই উপদেষ্টা বলেন, সরকারি বিভিন্ন দপ্তরে এখনো অনেক পোস্ট খালি আছে। আমরা বিভিন্ন দেশের সঙ্গে কর্মসংস্থানের জন্য আবেদন করি। মালয়েশিয়া এবং ইতালির একটা প্রসেস আছে। সরকারিভাবে আমরা আগামী দুই বছরে অন্তত ৫ লাখ কর্মসংস্থান তৈরির একটা চ্যালেঞ্জ নিয়েছি।

সেটা (৫ লাখ কর্মসংস্থান) আপনাদের সরকারই করবে- প্রশ্নে উপদেষ্টা আসিফ বলেন, আমরা ইনিশিয়েট করে যাব। পরবর্তী সরকার আসলে তারা দায়িত্ব নিয়ে এক্সিকিউট করবে। আমরা ইনিশিয়েট করবো কমপক্ষে ৫ লাখ কর্মসংস্থান। বেকারত্বের চ্যালেঞ্জ মোকাবিলায় এভাবে কাজ করব। বিশ্বব্যাংকের সহায়তায় ৯ লাখ যুবকদের প্রশিক্ষণ দেব। সেখানে ৬০ শতাংশ নারী বলে উল্লেখ করেন তিনি।

 

- Advertisement -

Related Articles

Latest Articles