7.9 C
Toronto
শুক্রবার, মার্চ ১৪, ২০২৫

আগাম নির্বাচনের পথ তৈরি করতে পারেন জাগমিত সিং

আগাম নির্বাচনের পথ তৈরি করতে পারেন জাগমিত সিং
এনডিপি নেতা জাগমিত সিং

লিবারেলদের সঙ্গে রাজনৈতিক চুক্তি বাতিল করেছেন এনডিপি নেতা জাগমিত সিং। এর মধ্য দিয়ে তিনি পরবর্তী ফেডারেল নির্বাচন এগিয়ে আনার পথ তৈরি করলেন। তবে তেমনটা হলে তা একদিকে যেমন সম্পদ হতে পারে, অন্যদিকে দায়েও পরিণত হতে পারে বলে মনে করছেন রাজনৈতিক কৌসুলিরা।

লিবারেলদের সংখ্যালঘু সরকার ২০২২ সাল থেকে যে চুক্তির ওপর দাঁড়িয়ে টিকে ছিল সিং তাতে ইতি টেনেছেণ। তবে পরবর্তী নির্বাচনের নির্ধারিত সময়ের আগে সরকারকে নামানোর জন্য ভোট প্রদানের কোনো ইঙ্গিত তিনি দেননি।

- Advertisement -

দলটি বলে আসছে, চুক্তি থেকে বেরিয়ে আসার অর্থ নির্বাচন এগিয়ে আনা নয়। তবে সংসদের প্রতিটি ভোট বিবেচনা করা হবে কেস বাই কেস ভিত্তিতে।

জাগমিৎ সিং সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা এক ভিডিও বার্তায় লিবারেলদের সঙ্গে করা চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিলেও কোনো প্রশ্ন নেননি। তবে শিগগিরই তিনি সংবাদ সম্মেলন করবেন বলে ধারণা করা হচ্ছে।

কনজার্ভেটিভরা জনমত জরিপে যখন লিবারেল এবং এনডিপি উভয়ের চেয়ে এগিয়ে আছে সেই অবস্থায় এই সিদ্ধান্ত এল। এবং জাগমিত সিং এখন নিজেকে টোরি নেতা পিয়েরে পয়লিয়েভরের একমাত্র নির্ভরযোগ্য বিকল্প হিসেবে তুলে ধরার চেষ্টা করছেন।

জাগমিত সিংয়ে সাবেক ডিরেক্টর অব কমিউনিকেশন এবং আর্নসক্লিফ স্ট্র্যাটেজির অধ্যক্ষ মেলানি রিচার বলেন, আগামী নির্বাচনের আগে এনডিপি নিজেদেরকে লিবারেলদের চেয়ে ভিন্ন প্রমাণের জোর চেষ্টা চালাবে। সরকারের সঙ্গে খুব বেশি ঘনিষ্ঠ নয় এমন কিছু পরিবর্তন যেসব ভোটার চাইছে আগামী নির্বাচনের আগ পর্যন্ত এনডিপির উচিত তাদের সঙ্গে কথা বলা।

This article was written by Sohely Ahmed Sweety as part of the LJI.

- Advertisement -

Related Articles

Latest Articles