0.2 C
Toronto
শুক্রবার, মার্চ ১৪, ২০২৫

লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে ভিপিআর

লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে ভিপিআর
টরন্টো পুলিশ চার বছর আগে যে ভালনারেবল পারসন্স রেজিস্ট্রি ভিপিআর প্রতিষ্ঠা করেছিল তা লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে বলে টরন্টোর ন্যায়পালের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে

টরন্টো পুলিশ চার বছর আগে যে ভালনারেবল পারসন্স রেজিস্ট্রি (ভিপিআর) প্রতিষ্ঠা করেছিল তা লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে বলে টরন্টোর ন্যায়পালের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ন্যায়পাল কুয়ামে আডো বলেন, সংকটে থাকা বিপন্ন ব্যক্তিদের পাশে দাঁড়ানোর পদ্ধতি উন্নতি করার আকাক্সক্ষা হিসেবে সেবাটির তিনি প্রশংসা করেছিলেন। তবে যোগাযোগ ব্যর্থতা ও দুর্বল ব্যবস্থাপনার কারণে যাদেরকে সহায়তার পরিকল্পনা করা হয়েছিল তাদের খুব কমই এখানে নিবন্ধন করেছেন।

রেজিস্ট্রি চালু হয় ২০১৯ সালের ডিসেম্বরে। এটা ছিল টরন্টো পুলিশের তাদের অনলাইন রিপোর্টিং সফটওয়্যার পর্যালোচনার সাত বছর এবং সুপ্রিম কোর্টের বিচারপতি ফ্রাঙ্ক ইয়াকোবুচ্চির সুপারিশের পাঁচ বছর পর। ইয়াকোবুচ্চি তার সুপারিশে বলেছিলেন, পুলিশ সংকটে থাকা যেসব মানুষের পাশে দাঁড়ায় তাদের মতামত পর্যালোচনার পর এ ধরনের রেজিস্ট্রি চালু করা যেতে পারে।

- Advertisement -

রেজিস্ট্রির লক্ষ্য ছিল বিপন্ন লোকজনকে ব্যক্তিগত প্রশন কৌশলের সুযোগ প্রদান করা, যাতে করে কর্মকর্তারা সুনির্দিষ্ট আচরণ সম্পর্কে আরও ভালো ধারণা পেতে পারেন ও তাদের পাশে দাঁড়াতে পারেন।

আডো বলেন, কিন্তু এর চার বছর পরও মাত্র ৩০৫ জন ব্যক্তি তাদের তথ্য রেজিস্ট্রিতে দিয়েছেন। সংখ্যাটি অত্যধিক কম হওয়াটি বিস্ময়কর কিছু না। কারণ, টরন্টো পুলিশ সার্ভিসের কেউই এটা ব্যবস্থাপনার দায়িত্ব নেননি। শুধু তাই নয়, যে ইউনিটটির এর দায়িত্ব নেওয়ার কথা ছিল তারা সেটা অস্বীকার করেছে।

তিনি আরও বলেন, জবাবদিহিতার এই অভাব রেজিস্ট্র সম্পর্কে যোগাযোগ ঘাটতি সৃষ্টি করেছে। রেজিস্ট্রি সম্পর্কে আনুষ্ঠানিক যে ঘোষণা সেটাও খুব জোরালো ছিল না।

টরন্টো পুলিশ সার্ভিসের পক্ষ থেকে বলা হয়েছে, ন্যায়পালের সব সুপারিশ তারা বাস্তবায়নের পরিকল্পনা করছে। তারা রেজিস্ট্রিটি তৃতীয় কোনো পক্ষের মাধ্যমে পরিচালনার কথা ভাবছে।

This article was written by Sohely Ahmed Sweety as part of the LJI.

- Advertisement -

Related Articles

Latest Articles