
চলতি বছরের আগস্টে বাড়ি বিক্রি গত বছরের একই সময়ের তুলনায় কমেছে বলে জানিয়েছে টরন্টো রিজিয়নাল রিয়েল এস্টেট বোর্ড (টিআরআরইবি)। একইভাবে বাড়ির দামও আগের চেয়ে কমেছে বলে জানিয়েছে তারা।
বোর্ড বলেছে, গ্রেটার টরন্টো এরিয়ায় (জিটিএ) গত আগস্টে বাড়ি বিক্রি হয়েছে সাকল্যে ৪ হাজার ৯৭৫টি, আগের বছরের একই সময়ের তুলনায় যা ৫ দশমিক ৩ শতাংশ কম। ২০২৩ সালের আগস্টে জিটিএতে বাড়ি বিক্রি হয়েছিল ৫ হাজার ২৫১টি। তবে মৌসুমি সমন্বয়ের ভিত্তিতে চলতি বছরের জুলাইয়ের তুলনায় আগস্টে বাড়ি বিক্রি বেড়েছে দশমিক ৬ শতাংশ।
চলতি বছরের আগস্টে বাড়ির গড় মূল্য আগের বছরের একই সময়ের তুলনায় দশমিক ৮ শতাংশ কমে দাঁড়িয়েছে ১০ লাখ ৭৪ হাজার ৪২৫ ডলার। কম্পোজিট বেঞ্চমার্ক মূল্য কমেছে আগের বছরের একই সময়ের তুলনায় ৪ দশমিক ৬ শতাংশ।
তবে ব্যাংক অব কানাডা টানা তৃতীয় দফায় সুদের হার কর্তনের ফলে প্রথমবারের মতো ক্রেতাদের তৎপরতা বাড়বে বলে মনে করেন টিআরআরইবির প্রেসিডেন্ট জেনিফার পিয়ার্স।
চলতি বছরের আগস্টে নতুন লিস্টিং আগের বছরের একই সময়ের তুলনায় ১ দশমিক ৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১২ লাখ ৫৪৭ ডলার।