
জমি নিয়ে বিবাদের জেরে এক কিশোরকে খুন করেছে প্রতিপক্ষরারা। রামদা দিয়ে দেহ থেকে কিশোরের মাথা আলাদা করে দেয় তারা। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন কিশোরের মা। রাস্তায় কিশোরের দেহ পড়ে ছিল। দেহ একদিকে, কাটা মাথা অন্যদিকে। পথচারীরা এই দৃশ্য দেখে শিউরে উঠেছিলেন। ছেলেকে এ রকম অবস্থায় দেখে বিশ্বাসই করতে পারছিলেন না যে তার মৃত্যু হয়েছে। শোকে বিহ্বল মা ছেলের কাটা মাথা কোলে নিয়ে ঘণ্টার পর ঘণ্টা বসে রইলেন। বুধবার ভয়ঙ্কর এই ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের জৌনপুরে।
পুলিশের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম জানায়, জমি নিয়ে কিশোরের বাবা রামজিৎ যাদবের সঙ্গে দীর্ঘ ৪০ বছর ধরে বিবাদ চলছিল অন্য একটি পরিবারের। বুধবার সেই ঝামেলা চরমে ওঠে। বুধবার দুপুরে রাস্তা দিয়ে আসছিল তার ১৭ বছরের ছেলে অনুরাগ। সেই সময় প্রতিপক্ষরা তাকে তাড়া করে। অনুরাগ পালানোর চেষ্টা করে। কিন্তু বেশি দূর এগোতে পারেনি। তাদের হাতে ধরা পড়ে যায় সে। তার পরই রামদা দিয়ে অনুরাগের মাথা কেটে ফেলে।
তার পর তারা পালিয়ে যায়। রাস্তায় এমন দৃশ্য দেখে পথচারীরা আতঙ্কিত হয়ে পড়েন। তারাই পুলিশে খবর দেন। ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী পৌঁছে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে। ততক্ষণে খবর পেয়েছিল অনুরাগের পরিবার। তার মা এসে দেখেন ছেলের দেহ এবং মাথা রাস্তায় গড়াগড়ি খাচ্ছে। ছেলের কাটা মাথা কোলে নিয়ে বসে পড়েন মা।
জৌনপুরের পুলিশ সুপার অজয় পাল শর্মা জানিয়েছেন, জমি নিয়ে বিবাদের জেরেই কিশোরকে খুন করা হয়েছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। এই ঘটনায় কয়েকজন অভিযুক্তকে হেফাজতে নেওয়া হয়েছে। তদন্ত চলছে।