
টেকনাফ থেকে তেতুলিয়াই নয়, মেহজাবীন চৌধুরীর ভক্তকূল ছড়িয়ে রয়েছে বিশ্বব্যাপী। গত কয়েকদিন ধরে তার সেই ভক্তরা দাবি জানিয়ে আসছিলেন অভিনেত্রীকে ফের রোমান্টিক রূপে দেখতে চান।
এমন দাবি তুলেই মেহজাবীন চৌধুরী অফিশিয়াল ফ্যানস ক্লাবে চর্চা চালিয়ে গিয়েছেন তারা। তাদের একটাই দাবি, তারা মেহজাবীনকে আবারও রোমান্টিক কাজে দেখতে চান। সেটা নাটক হোক, ওটিটি কিংবা সিনেমা। যেকোনো মাধ্যমেই হতে পারে তবে জনরা হওয়া চাই রোমান্টিক।
শুধু দাবি জানিয়েই থামেননি, সঙ্গে জুড়ে দেন আন্দোলনের ডাকও! সময়ের সঙ্গে সঙ্গে তারা কঠোর হবার কথাও জানান। ভক্তদের সেই ডাক উপেক্ষা করেননি মেহজাবীনও। পাঁচ দিন পর সাড়া দিয়েছেন।
ভক্তদের উদ্দেশ্যে তার ফ্যানস ক্লাব গ্রুপে মেহজাবীন চৌধুরী এক পোস্টে লিখেন, ‘আমার ফ্যানগুলো প্রায়ই আমাকে অবাক করে দেয়। ঠিক যেমন মিষ্টি আবার কিছুটা দুষ্টুও। কি কি যে শুরু করেছেন আপনারা! আপনাদের দাবি, চাওয়া সবকিছুই আমার নজরে এসেছে। আমি বিষয়টিকে গুরুত্বের সঙ্গে দেখছি এবং ভাবছি। একটু ধৈর্য্য ধরেন সবাই। শিগগিরই নতুন খবর পাবেন।’
সব শেষে ভালোবাসা ইমোজি দিয়ে ভালোবাসা প্রকাশ করতেও ভুলেননি অভিনেত্রী।
তার সেই স্ট্যাটাসের পর ভক্তদের আনন্দের যেন শেষ নেই। তবে অভিনেত্রী তাদের দাবির প্রেক্ষিতে এখনও কোনো কাজের ঘোষণা দেননি। ভক্তদের নতুন খবর জানাবেন বলে ধৈর্য্য ধারণ করতে বলেছেন তিনি। ধারণা করা যাচ্ছে, নতুন কোনো সুখবর দেবেন তিনি। তবে সেটা কী, সময়ই বলে দেবে।
মেহজাবীন ভক্তদের এক দাবি, না মানলে আন্দোলনের ডাক! মেহজাবীন ভক্তদের এক দাবি, না মানলে আন্দোলনের ডাক!
কিছুদিন আগেই ভক্তদের কল্যাণে বিশ্বব্যাপী তারকাদের কাতারে উঠে এসেছে মেহজাবীনের নাম। টাইলার পেরি, ডোয়াইন জনসন, হিউ জ্যাকম্যান, উইল স্মিথ, প্রিয়াঙ্কা চোপড়াদের সঙ্গে ফেসবুকে সক্রিয় ভক্তকুলের তালিকায় সেরা ২৫-এ (২৪তম) জায়গা করে নিয়েছে মেহজাবীনের ভক্তরা। যাতে সত্যি অবাক হয়েছেন অভিনেত্রী, হয়েছেন আপ্লুতও।
প্রসঙ্গত, মুক্তির অপেক্ষায় রয়েছে মেহজাবীন চৌধুরীর দুই সিনেমা ‘সাবা’ ও ‘প্রিয় মালতী’।