11.8 C
Toronto
শনিবার, মার্চ ১৫, ২০২৫

২০ জনের সঙ্গে শারীরিক সম্পর্ক কিশোরীর, বিপদে সঙ্গীরা

২০ জনের সঙ্গে শারীরিক সম্পর্ক কিশোরীর, বিপদে সঙ্গীরা

শারীরিক সম্পর্ক প্রতীকী ছবি

নেশার টাকার জন্য ২০ জনের সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়েছে ১৭ বছরের এক কিশোরী। তবে তার সাথে শারীরিক সম্পর্ক করে চরম বিপদে পড়েছেন ওই ২০ যুবক। কারণ ওই কিশোরী এইচআইভি আক্রান্ত। ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরাখণ্ডের রামনগরে।

জানা গেছে, ওই কিশোরী এইডস আক্রান্ত হওয়ায় তার সঙ্গে যৌন সম্পর্কের জেরে অন্য ২০ যুবকও এইডস আক্রান্ত হয়েছেন। ওই কিশোরী মাত্র ১৭ মাসের মধ্যেই ওই ২০ জন যুবকের সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়েছেন। তাদের বেশিরভাগ যুবকই স্থানীয়। তাই স্থানীয় যুবকদের মধ্যে ছড়িয়ে পড়েছে মারণ রোগ।

- Advertisement -

ঘটনাটি প্রচারে এসেছে যখন বেশ কিছু যুবক একই ধরনের শারীরিক সমস্যা নিয়ে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার জন্য হাজির হন। তার পরে পরীক্ষা করে জানা যায় যে অধিকাংশ যুবকই এইচআইভি আক্রান্ত।

তদন্ত করে জানা যায়, সেই যুবকেরা ১৭ বছরের এক কিশোরীর সঙ্গে যৌন সম্পর্কে জড়িয়েছিলেন। ওই কিশোরী নিজে হিরোইনে আসক্ত ছিলেন, নেশার জন্য প্রচুর টাকার প্রয়োজন হত তার। তাই সে স্থানীয় যুবকদের সঙ্গে শারীরিক সম্পর্কে জড়াত।

ঋষি সুনাকের স্থলাভিষিক্ত হলেন কেমি ব্যাডেনকঋষি সুনাকের স্থলাভিষিক্ত হলেন কেমি ব্যাডেনক
স্থানীয়রা জানতেন না যে কিশোরী এইচআইভি আক্রান্ত। এই ভাবেই এইডস ছড়িয়েছে বলে মনে করা হচ্ছে। তথ্য বলছে, শুধু রামনগরেই ১৭ মাসে ৪৫ জন এইচআইভি আক্রান্ত হয়েছে।

- Advertisement -

Related Articles

Latest Articles