
চট্টগ্রামে শো-রুম উদ্বোধন করতে যাওয়া জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী নিরাপদে বাসায় ফিরেছেন। রবিবার ফেসবুকে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন তিনি।
অভিনেত্রী লেখেন, ‘আমার সকল বন্ধু-বান্ধব, পরিবার এবং ভক্তদের ধন্যবাদ জানাচ্ছি আমার খোঁজ নেওয়ার জন্য। আমি ইতোমধ্যে ঢাকায় পৌঁছে গেছি এবং নিজের বাসায় আছি, চিন্তার কিছু নেই।
তিনি আরও উল্লেখ করেন, আজ আমি চট্টগ্রামে একটি শোরুমের উদ্বোধনী অনুষ্ঠানে গিয়েছিলাম, কিন্তু বিমানবন্দর থেকে শোরুমে যাওয়ার পথে শুনলাম যে নিরাপত্তা সংক্রান্ত কিছু সমস্যা হয়েছে। তাই আয়োজক এবং আমি সিদ্ধান্ত নিয়েছি যে নিরাপত্তার অভাবে আমরা শোরুমে যাব না। আমরা তখনই গাড়ি ঘুরিয়ে বিমানবন্দরের দিকে ফিরে যাই এবং ঢাকায় ফিরে আসার সিদ্ধান্ত নেই। সবাইকে আবারও ধন্যবাদ আমার খোঁজ নেওয়ার জন্য।
এ বিষয়ে জানতে চাইলে মেহজাবীন বলেন, শো-রুমে পৌঁছানোর অনেক আগেই বিষয়টি সম্পর্কে জানতে পারি। পরে সঙ্গে সঙ্গে কার্যক্রম স্থগিত রাখার সিদ্ধান্ত নিই। আমি নিরাপদে বাসায় ফিরেছি।