
তরুণীর রূপ দেখে মুগ্ধ হয়েছিলেন যুবক। ঠিক করেছিলেন ওই তরুণীকেই বিয়ে করবেন। অবশেষে বিয়ের পর গেলেন হানিমুনে। সেখানে গিয়ে সমুদ্রের পানিতে স্ত্রীর মেকআপ ধুয়ে যায়। স্ত্রীকে মেকআপ ছাড়া দেখেই পিলে চমকে যায় স্বামীর। স্বামী নাকি তার স্ত্রীকে চিনতেই পারেননি বলে দাবি করেন। পরে সবটা জানাজানি হলে বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নেন ওই যুবক।
ঘটনাটি ঘটেছে সংযুক্ত আরব আমিরশাহির আল মামজার সমুদ্র সৈকতে। সেখানের ৩৪ বছরের লরেন্স (নাম পরিবর্তিত) বিয়ে করেন ২৮ বছর বয়সী জেনিফারকে। বিয়ের পর জুটিতে মিলে বেড়াতে যান সমুদ্রে। এবার সমুদ্রে গোসল করতে নামলে ধুয়ে যায় জেনিফারের মেকআপ। সেই সময় স্ত্রীর মুখের দিকে তাকাতেই কার্যত চমকে ওঠেন লরেন্স। এ কী। এটা কে? নিজের স্ত্রীকে চিনতেই পারেননি বলে দাবি স্বামীর।
এরপরই লরেন্স অভিযোগ করতে থাকেন, জেনিফার নাকি তাকে ঠকিয়েছেন। বিয়ের আগে যতবার জেনিফার দেখা করেছেন ততবারই মেকআপ করে এসেছেন। বিয়ের পরও মেকআপ করেই ঘুরতেন। তবে সেই মেকআপ উঠে যেতেই বিবাহবিচ্ছেদের পথে হাঁটলেন লরেন্স।
এদিকে ওই নববধূ জানিয়েছেন, তিনি কসমেটিক সার্জারি করিয়েছেন। সব সময় কৃত্রিম আইল্যাশও পরে থাকেন তিনি। তবে সেই কথা তার স্বামীকে জানানো হয়নি। বর্তমানে মানসিকভাবে ভেঙে পড়েছেন তিনি।