5.2 C
Toronto
রবিবার, এপ্রিল ২০, ২০২৫

জয়ের পথে ট্রাম্প

জয়ের পথে ট্রাম্প - the Bengali Times

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ সমাপ্ত। যদিও গণনা এখনও শেষ হয়নি, তবে এ পর্যন্ত যে ফলাফল জানা গেছে, তাতে রিপাবলিকান পার্টির প্রার্থী এবং যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বিজয়ী বলা যায়।

যুক্তরাষ্ট্রের ইলেক্টোরাল কলেজের ভোটের সংখ্যা মোট ৫৩৮টি। কোনো প্রার্থী যদি জয়ী হতে চান, তাহলে তাকে অন্তত ২৭০টি ভোট নিশ্চিত করতে হবে। দেশটির অনলাইন সংবাদমাধ্যম হাফিংটন পোস্টের লাইভ জানাচ্ছে, ইতোমধ্যে ২৭০টি ভোট পেয়েছেন ট্রাম্প, আর তার প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেটিক পার্টির প্রার্থী ও দেশটির ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিস পেয়েছেন ২১৩টি ভোট।

- Advertisement -

এদিকে যুক্তরাষ্ট্রের আরেক সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস এক পূর্বাভাসে জানিয়েছে, নির্বাচনে চলতি এই নির্বাচনে শেষ পর্যন্ত ৩০১টি ইলেক্টোরাল ভোট পাবেন ট্রাম্প। অন্যদিকে তার প্রধান প্রতিদ্বন্দ্বী এবং কমালা হ্যারিস পাবেন ২৩৮টি ভোট।

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যের অধিকাংশই ডেমোক্রেটিক কিংবা রিপাবলিক পার্টির ঘাঁটি হিসেবে পরিচিত। অর্থাৎ নির্বাচনের ভোট গ্রহণ ও গণনা শেষ হওয়ার আগেই বলে দেওয়া যায় যে কোন রাজ্যে কোন দলের প্রার্থী জিতবে।

ব্যতিক্রম শুধু পেনসিলভানিয়া, জর্জিয়া, নর্থ ক্যারোলিনা, মিশিগান, অ্যারিজোনা, উইসকনসিন ও নেভাডা— এই সাতটি অঙ্গরাজ্য। এই অঙ্গরাজ্যগুলোর ভোটের ফলাফলই নির্ধারণ করে দেয় যে কে হবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট।

এসব অঙ্গরাজ্যে কোন দলের প্রার্থী জিতবে— তা আগে থেকে অনুমান করা যায় না বলে এগুলোকে বলা হয় সুইং স্টেট বা দোদুল্যমান রাজ্য।

ইতোমধ্যে জর্জিয়া ও নর্থ ক্যারোলিনার ফলাফল প্রকাশিত হয়েছে। দু’টিতেই জিতেছেন ট্রাম্প।

- Advertisement -

Related Articles

Latest Articles