
গত ১৯ অক্টোবর শনিবার রাত ৯ টা থেকে ২:৩০ পর্যন্ত টরন্টো’র “টেইল অফ দ্য জংশন” হলে বসেছিল রক-মেটাল গানের আসর, এর আয়োজনে ছিল এম,এন,সি, এন্টারটেইনমেন্ট।
এতে সংগীত পরিবেশন করে টরন্টো’র বাংলাদেশী রক-মেটাল ব্যান্ড ‘আয়রন ক্লেফ’ ও ‘কোয়ান্টাম মেইজ’ এবং মাইকেল জ্যাকসন খ্যাত বাংলাদেশী বংশোদ্ভূত “তৌহিদ” যিনি ইতোমধ্যেই পরিচিতি পেয়েছেন।
‘আয়রন ক্লেফ’ এ ছিলেন ভোকাল রায়হান, লিড গিটারে অনিক ও অপু, বেস গিটারে সিজান ও ড্রামসে কবির।
‘কোয়ান্টাম মেইজ’ এ ছিলেন ভোকাল অপু ও তানভীর, লিড গিটারে অপু ও তানভীর, বেস গিটারে রিয়াজ ও ড্রামসে মোরসেদ।
কানাডায় মূলধারার মিউজিক ইন্ডাস্ট্রিতে বাংলাদেশী রক/মেটাল ব্যান্ডের পদচারণা সত্যিই বিরল। যা মুগ্ধ করেছে হলের সকল দর্শকদের।
কানাডিয়ান বাংলাদেশী মোস্তাফিজুর রহমান ও আনিসুর রহমান এর প্রতিষ্ঠান এম,এন,সি, এন্টারটেইনমেন্ট কানাডায় বাংলাদেশী ব্যান্ড সংগীত ও শিল্পীদের প্রোমোশনে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। ২০২৩ এ টরোন্টো রকফেস্ট, ২০২৪ এ ‘আর্টসেল কানাডা ট্যুর’ এবং ২০২৫ এ ‘ওয়ারফেইজ কানাডা ট্যুর’ নিয়ে আসছে এম,এন,সি, এন্টারটেইনমেন্ট।