-1.7 C
Toronto
বৃহস্পতিবার, মার্চ ১৩, ২০২৫

কানাডার অনলাইন নিউজ অ্যাক্ট থেকে ৫ বছরের অব্যাহতি পেল গুগল

কানাডার অনলাইন নিউজ অ্যাক্ট থেকে ৫ বছরের অব্যাহতি পেল গুগল
কানাডার অনলাইন নিউজ অ্যাক্ট থেকে ৫ বছরের অব্যাহতি পেল গুগল

অনলাইন নিউজ অ্যাক্ট থেকে গুগলকে পাঁচ বছরের জন্য অব্যাহতি দিয়েছে দ্য কানাডিয়ান রেডিও-টেলিভিশন অ্যান্ড টেলিকমিউনিকেশন্স কমিশন (সিআরটিসি)। সেই সঙ্গে প্রতিষ্ঠানটির কাছে পাওনা কানাডিয়ান নিউজ আউটলেটগুলোকে ১০ কোটি ডলার ছাড় করার আদেশ দেওয়া হয়েছে।

আইনটি থেকে অব্যাহতি থেকে গত বছর গুগল কানাডিয়ান প্রকাশকদের বার্ষিক ১০ কোটি ডলার পরিশোধের ব্যাপারে রাজি হয়েছিল। আইনে প্রযুক্তি কোম্পানিগুলোকে কানাডিয়ান সংবাদ মাধ্যমগুলোর আধেয় তাদের প্ল্যাটফরমে পুনরায় পোস্ট করার বিপরীতে অর্থ প্রদানের চুক্তিকে বাধ্য করে। সংবাদ আউটলেটগুলোর মধ্যে এই অর্থ বিতরণের দায়িত্ব দেওয়া হয় দ্য কানাডিয়ান জার্নালিজম কালেক্টিভকে।

- Advertisement -

সিআরটিসি তাদের সোমবারের সিদ্ধান্তে বলেছে, তাদের বিশ^াস আইন থেকে অব্যাহতির শর্ত গুগল পূরণ করেছে। তবে আরও সংবাদ ব্যবসাকে যে এই কালেক্টিভে অবশ্যই অন্তর্ভুক্ত করতে হবে সেই সম্ভাবনার কথাও বলেছে তারা।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিআরটিসি বলেছে, সরকারি নথি পর্যালোচনার পর সিআরটিসি আইনটি থেকে গুগলের পাঁচ বছরের জন্য অব্যাহতি অনুমোদন করছে। এই সিদ্ধান্তের ৬০ দিনের মধ্যে গুগলকে অবশ্যই কানাডিয়ান জার্নালিজমের (সিজেসি) কাছে ১০ কোটি ডলার পরিশোধ করতে হবে। সিজেসি ন্যায্যতার ভিত্তিতে যোগ্য কানাডিয়ান সংবাদ সংস্থাগুলোর মধ্যে এই অর্থ বিতরণ করবে।

১০০ এর বেশি প্রকাশকের প্রতিনিধিত্ব করছে নিউজ মিডিয়া কানাডা। তারা এক বিবৃতিতে বলেছে, সিআরটিসির সিদ্ধান্তে তারা খুবই খুশী।

নিউজ মিডিয়া কানাডার প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পল ডিগান বলেন, আধেয় লাইসেন্সিংয়ের ক্ষেত্রে ক্ষমতার ভারসাম্যহীনতা নিয়ে যে বড় ধরনের দর-কষাকষি তা সমাধানে দ্য অনলাইন নিউজ অ্যাক্ট শীর্ষস্থানীয় নিয়ন্ত্রণ কর্মকাঠামো। ফেসবুক এবং ইনস্টাগ্রামের মূল কোম্পানি মেটার সামনে এখন সময় এসেছে গুগলের পদাঙ্ক অনুসরণ করার।

উল্লেখ্য, দ্য কানাডিয়ান জার্নালিজম কালেক্টিভ তাদের সুশাসন কাঠামো গত জুলাইয়ে সিআরটিসির কাছে জমা দেয়।

- Advertisement -

Related Articles

Latest Articles