0.6 C
Toronto
শুক্রবার, মার্চ ১৪, ২০২৫

সামান্য অসুস্থতায় সিক নোট বাতিলের আহ্বান

সামান্য অসুস্থতায় সিক নোট বাতিলের আহ্বান
সংক্ষিপ্ত সময়ের সামান্য অসুস্থতার জন্য কোম্পানিগুলো কর্মীদের কাছ থেকে যে সিক নোট নেয় তা বাতিল চায় দ্য কানাডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন সিএমএ

সংক্ষিপ্ত সময়ের সামান্য অসুস্থতার জন্য কোম্পানিগুলো কর্মীদের কাছ থেকে যে সিক নোট নেয় তা বাতিল চায় দ্য কানাডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন (সিএমএ)। সংগঠনটি বলেছে, এর ফলে প্রতি বছর ১ কোটি ২৫ লাখ অপ্রয়োজনীয় হেলথ কেয়ার ইন্টারকেশন থেকে মুক্তি পাওয়া যাবে।
সিএমএ প্রেসিডেন্ট ডা. জস রেইমার বলেন, সিক নোট স্বাস্থ্য ব্যবস্থার বিষয় নয়। বরং, এটা মানব সম্পদ সম্পর্কিত বিষয়।

সংগঠনটি বলেছে, সিক নোট অপ্রায়োজনীয় প্রাশসিক কাজ, যা চিকিৎসকদের ওপর বোঝা সৃষ্টি করে এবং রোগীদের প্রতি সেবায় বিঘ্ন ঘটায়।

- Advertisement -

নতুন এক প্রতিবেদনে এর আইনি পরিবর্তন চেয়েছে সিএমএ, যাতে করে সিক নোটের বাধ্যবাধকতা সীমিত হয় এবং সেল্ফ-সার্টিফিকেশন ও নমনীয় ছুটির নীতিকে উৎসাহিত করা হয়।

তারা বলছে, এর উদ্দেশ্র হচ্ছে স্বাস্থ্য সেবাদাতাদের ওপর থেকে প্রশাসনিক বোঝা কমিয়ে আনা এবং চিকিৎসা প্রাপ্তিতে রোগীদের সুযোগ বাড়ানো। সেই সঙ্গে স্বাস্থ্যসেবা ব্যবস্থার সার্বিক দক্ষতা বাড়ানো।

This article was written by Sohely Ahmed Sweety as part of the LJI.

- Advertisement -

Related Articles

Latest Articles