-1.7 C
Toronto
বৃহস্পতিবার, মার্চ ১৩, ২০২৫

কুড়িয়ে পাওয়া কবিতা

কুড়িয়ে পাওয়া কবিতা
কুড়িয়ে পাওয়া কবিতা

১]

কুড়িয়ে পাওয়া ঠোঙা

- Advertisement -

জন্ম হয়েছে দৈনিক প্রথম আলো থেকে।

.

বাদামখোরের হাত থেকে এখন টোকাইয়ের হাতে

তাদের দ্বিতীয় জন্ম বাতাস থেকে,

তারা কথা বলে গ্রাফিতি ভাষায়।

.

মানুষের ভাষা এই দেশে এবং বাতাসে নিষিদ্ধ।

——–

২]

এখন অনলাইনে অকথ্য অশ্লীল গালি বিক্রি করা হয়,

চ-বর্গীয়

ম-বর্গীর

প-বর্গীয়।

.

এগ্লা ছাড়াও আছে আমদানিকৃত অনূদিত গালি

কান্ডজ্ঞানহীন,

লিঙ্গজ্ঞানহীন,

মেধাবী মেয়েদের কণ্ঠে ‘ছেলেদের ভাষার গালি’

বাজারজাত করার পম পম প্রস্তুতি সম্পন্ন।

.

কেউ আর নিজের মুখ নোংরা করবে না,

আলহামদুলিল্লাহ!

——–

৩]

পিও নাটক কম করো। নাটক নিষিদ্ধ। বাইরে আর্মি!

মুরুব্বিদের উমহু উমহু। থামেন। ভাবেন্টা কী?

ইউ লুকিং ফর শত্রুজ ][ সান্ডে-মান্ডে আই এম তো অবাক!

.

বদলে যাচ্ছে-   গেঞ্জিদের মাস্টারবেশনের মিউজিক

বদলে যাচ্ছে-   মিক্লাদের সম্পর্কের সঙ্গা, শব্দ, উচ্চারণ

.

বাইরে মব। উপ্রে ভিত্রে কিয়েক্টাবস্থা। নিচে খ্রাপ। পেরা দিচ্ছে

দেক। সাউন্ড বোমা ফাটসে; ফাটুক।

হাউন আংকেলের তিন ইঞ্চি কট খাইতাসে…

খাক। মরুজ্ঞা। বাদ্দেন বদ্দা। পূর্ব দিগন্তে সূর্য ডুবেছে

ছঋ। ধৈর্য ধৈরো। অংপুর আসলে রংপুর!

যেহেতু আবার স্বাধীন। বানানও স্বাধীন ভাবে লিখতে মঞ্চায়>

.

টুইটার-ইন্সটাগ্রামে লিখছে ভুল এবং বৈষম‍্যমূলক বাক‍্য:

শ্বাদিণথা মাণে ছামষুড় ড়াহমাণ।

 

টরন্টো, কানাডা

- Advertisement -
পূর্ববর্তী খবর
পরবর্তী খবর

Related Articles

Latest Articles