14.2 C
Toronto
রবিবার, মার্চ ১৬, ২০২৫

আমুকে ‘লবণ চোর’ বলে স্বীকৃতি দিলেই লবণ উপহার

আমুকে ‘লবণ চোর’ বলে স্বীকৃতি দিলেই লবণ উপহার
আমুর বাড়ীর প্রধান ফটকে আমুর ছবি দিয়ে লবণ রাখা হয়েছে

ঝালকাঠি-২ (সদর-নলছিটি) আসনের সাবেক এমপি ও মন্ত্রী আমির হোসেন আমুকে ‘লবণ চোর’ বলে স্বীকৃতি দিলেই উপহার হিসেবে মিলছে এককেজি করে লবণ।

বুধবার (৬ নভেম্বর) দুপুরে গ্রেফতার হন আওয়ামী লীগের প্রভাবশালী এ নেতা। সন্ধ্যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা এ আয়োজন করেন।

- Advertisement -

শহরের রোনালছে রোডের আমির হোসেন আমুর পোড়া ও পরিত্যক্ত বাড়ির সামনে ব্যতিক্রমী এ আয়োজন করা হয়।

প্রধান ফটকে আমুর ছবি দিয়ে লবণ রাখা হয়েছে। পথচারীরা ছবি ও লবণ দেখে ‘আমু লবণ চোর’ বলে স্বীকৃতি দিলেই এককেজি পরিমাণের এক প্যাকেট লবণ উপহার দেওয়া হচ্ছে।

ছাত্র আন্দোলনের অন্যতম নেতা ইয়াছিন ফেরদৌস ইফতি বলেন, লবণের কৃত্রিম সংকট সৃষ্টি করে দাম বাড়ানোর কারণে আমির হোসেন আমুর ‘লবণ চোর’ হিসেবে পরিচিতিটা অনেক পুরোনো। পরে বিভিন্ন সময়ে ক্ষমতার অপব্যবহার করে অবৈধ প্রভাব দেখিয়ে জমি দখল করেছেন। তাকে টাকা না দিলে কোনো কাজই হতো না ঝালকাঠিতে। তার প্রভাব ও অস্ত্রবাজ অনুসারীদের ভয়ে কেউ মুখ খুলতে সাহস পেতেন না। তাকে গ্রেফতার করায় ঝালকাঠির প্রতিটা মানুষ খুশি হয়েছে। তাই আমরাও তাকে পুরোনো পরিচয়ে পরিচিত করতে এমন ব্যতিক্রমী আয়োজন করেছি।

- Advertisement -

Related Articles

Latest Articles