
ছবি সংগৃহীত
সম্পর্কের প্রচলিত ধারণা বদলে যাচ্ছে। কখনো স্বয়ং নিজের সাথে বিবাহ, কখনো রোবোটকে সঙ্গী বানাচ্ছে মানুষ। ভালোবাসার বিভিন্ন রূপের এই প্রকাশ দিন দিন গ্রহণযোগ্যতা পাচ্ছে। এই ধারাবাহিকতায় নতুন সংযোজন হলেন জাপানের ৪১ বছর বয়সী আকিহিকো কন্ডো। ২০১৮ সালে তিনি কল্পিত ভোকালয়েড চরিত্র হাটসুনে মিকুকে বিয়ে করেন। এখনো তিনি এই বিবাহিত জীবনে সুখী এবং তাদের ষষ্ঠ বিবাহবার্ষিকী উদযাপনের প্রস্তুতি নিচ্ছেন।
সাউথ চায়না মর্নিং পোস্ট জানায়, ২৩ অক্টোবর কন্ডো তার ইনস্টাগ্রামে একটি কেকের রশিদ শেয়ার করেছেন। কেকটি ৪ নভেম্বর তাদের বিবাহবার্ষিকীর জন্য কেনা হয়েছে। কেকের উপর লেখা ছিল, ‘আমি মিকুকে খুব ভালোবাসি। ছয় বছরের বিবাহবার্ষিকী শুভ হোক।’
কন্ডো জাপানি সংবাদমাধ্যম দ্য মাইনিচি শিম্বুনকে জানান, তিনি মাধ্যমিক বিদ্যালয়ের আগে নারীদের প্রতি আকৃষ্ট ছিলেন। তবে প্রেম নিবেদন করে সাতবার প্রত্যাখ্যাত হয়েছেন এবং একসময় ‘ওতাকু’ বা অ্যানিমে-মাঙ্গা প্রেমী হিসেবে উপহাস এবং অপমানের শিকার হন। ২০০৭ সালে হাটসুনে মিকুর সঙ্গে তার প্রথম পরিচয় ঘটে এবং তার প্রতি তিনি ভালোবাসায় পড়ে যান।
হাটসুনে মিকু হল একটি ভোকালয়েড বা কণ্ঠস্বর তৈরির সফটওয়্যার, যা গান পরিবেশনের জন্য ব্যবহৃত হয়। তাকে ১৬ বছর বয়সী পপ গায়িকা হিসেবে কল্পনা করা হয়। এই ভার্চুয়াল গায়িকার লম্বা সবুজ-নীলচে চুল এবং দুইটি লম্বা বিনুনি রয়েছে। যারা তার ভক্ত, তারা তাকে জীবন্ত মনে করে ভালোবাসা ও অনুরাগে পূর্ণ করে রেখেছে।