0.6 C
Toronto
শুক্রবার, মার্চ ১৪, ২০২৫

নতুন অডিও ফাঁস : ট্রাম্পের ছবি দিয়ে পোস্টার করতে বললেন শেখ হাসিনা!

নতুন অডিও ফাঁস : ট্রাম্পের ছবি দিয়ে পোস্টার করতে বললেন শেখ হাসিনা!
ছবি সংগৃহীত

অডিওতে বলতে শোনা গেছে, নূর হোসেন দিবসে নেতাকর্মীদের মিছিল করতে বলছেন শেখ হাসিনা। মিছিলে তাদের হাতে ট্রাম্পের ছবি থাকবে। এতে যদি কেউ যদি বাধা দেয়, কোন হামলা করে। তাহলে তো সেটা ট্রাম্পের ছবিতে হামলা হবে। সেই ছবি তোলার জন্য আলাদা লোক থাকবে। তখন সেই হামলার ছবি আমি ট্রাম্পের কাছে পাঠাব। ট্রাম্পের সঙ্গে আমার ভালো যোগাযোগ আছে।

নেতা : হকার বসাইছে আবার প্রত্যেকদিন টাকা নেয় আবার রাতে হিরোঞ্চি থাকে, পেশ্রাব পায়খানা করে নস্ট করে দিছে। যদি এরকম হয় আমরা আস্তে ধীরে পরিস্কার পরিচ্ছন্ন কইরা বইসা আমরা অফিস করা শুরু করব।

- Advertisement -

ঐখানে পায়খানা পশ্রাব করে কোথায়, আওয়ামী লীগ অফিসে শুয়ে থাকে হাগু করে এইটা কেমন কথা হইল, পরিস্কার করতে বললেন শেখ হাসিনা!

শেখ হাসিনা বলেন, বাধা দেওয়ার ছবি ট্রাম্পকে পাঠিয়ে বলা যাবে দেখো ইউনূস সরকার কী করছে। সবচেয়ে বড় স্বৈরাচার তো ইউনূস। ২৫০ জন এসআইয়ের (ক্যাডেট সাব-ইন্সপেক্টর) চাকরি দিল না, তাদের বের করে দিল।

শুক্রবার (৮ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শেখ হাসিনার নতুন অডিও ফাঁস হয়েছে। অডিওতে দলীয় নেতাকর্মীদের ডোনাল্ড ট্রাম্পের ছবি হাতে মিছিল বের করার পরামর্শ দেন শেখ হাসিনা।

কদিন পর পরই ফাঁস হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অডিও কল রেকর্ড। সেখানে দলীয় নেতাকর্মীদের সঙ্গে দেশের নানা বিষয় নিয়ে কথা বলতে শোনা যায় তাকে। সেখানে ছুড়ে দিচ্ছেন নানা হুমকিও।

তিনি আরও বলেন, মিছিলে ভালো লোক জমায়েত যেন হয়, সে ব্যবস্থা করবা। মিছিলে নূর হোসেনের ছবি থাকবে। ‘স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক’ লেখা প্লেকার্ড রাখবা। আমাদের অনেক ঘরবাড়ি, দোকান-পাট পোড়ানো হয়েছে। এর তথ্য বের করতে হবে। আমরা সব হিসাব কড়ায়-গণ্ডায় করে নেবো।

- Advertisement -

Related Articles

Latest Articles