9 C
Toronto
শুক্রবার, মার্চ ১৪, ২০২৫

সন্তানদের সমালোচনা, প্রিয় খাবার-খেলা নিয়ে যা বললেন মেসি

সন্তানদের সমালোচনা, প্রিয় খাবার-খেলা নিয়ে যা বললেন মেসি
মেসি ও তার পরিবার

লিওনেল মেসির খেলা নিয়ে সমালোচনা, তাও আবার নিজের পরিবারে, হয়তো শুনতে কিছুটা খটকা লাগতে পারে। আর্জেন্টাইন অধিনায়কের তিন সন্তানই নাকি খেলা নিয়ে সমালোচনা ও পরামর্শ দেয় তাকে। এমনই মজার বিষয় জানালেন মেসি। ফুটবলের বাইরে তিনি নিজের পছন্দের খেলা ও খাবার নিয়েও কথা বলেছেন।

প্রখ্যাত ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোকে (ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ৪৩৩) সম্প্রতি একটি সাক্ষাৎকার দিয়েছেন ইন্টার মায়ামির এই আর্জেন্টাইন তারকা। এ সময় তিন সন্তান মাতেও, থিয়েগো এবং চিরোর প্রসঙ্গ আসতেই মেসি বলেন, ‘আমরা একসঙ্গে ফুটবল খেলি। ফুটবল ঘিরেই আমাদের সব চলে। বলে কিছু স্পর্শ ও পাস। যদি ওই মুহূর্তে তিনজনই থাকে। তারা একজন আরেকজনের চেয়ে বেশি মেজাজি। এমনকি তারা আমাকেও অনেক পরামর্শ দেয়, কোনো ম্যাচ চলাকালে আমার (পারফরম্যান্সের) সমালোচনাও করে ওরা।’

- Advertisement -

ফুটবল মেসির ধ্যান-জ্ঞান হবে এটাই স্বাভাবিক। এর বাইরেও মেসির পছন্দের খেলার মধ্যে প্যাডেল অন্যতম। যা নিয়ে তার ভাষ্য, ‘আমি প্যাডেল, বাস্কেটবল ও টেনিস পছন্দ করি। তবে এর মধ্যে তুলনামূলক প্যাডেলটাই বেশি।’ ম্যাচের আগে কিংবা চাপের মুহূর্তে কী করেন, এমন প্রশ্নে কাতার বিশ্বকাপজয়ী অধিনায়কের জবাব, ‘লকার রুমে আমি গান শুনি, মেট (চা) পান করি। তবে এটা খেলার সময়ের পরিস্থিতির ওপর নির্ভর করে, কিন্তু অতটা বেশি না। বিশেষ কিছু নেই।’

সাবেক বার্সেলোনা তারকা মেসি আরও বলেন, ‘আমি আইসক্রিম অনেক পছন্দ করি। যদিও আমি অতটা খাবার-আসক্ত নই, আমার ঝোঁক মিষ্টান্ন জাতীয় খাবারে।’ কোন সুপারপাওয়ার নিজের মধ্যে পেতে চান জানিয়েছেন মেসি, ‘অদৃশ্য হওয়ার ক্ষমতা, হ্যাঁ অথবা উড়ে যাওয়া যায় এমন, কিন্তু অদৃশ্য হওয়ার বিষয়টি (চাই)।’ কেন অদৃশ্য হতে চান মেসি, তা অবশ্য জানাননি। হয়তো তারকাখ্যাতি থেকে সাময়িক সময়ের জন্য হলেও আড়াল হওয়ার ইচ্ছা রয়েছে এই আলবিসেলেস্তে ফরোয়ার্ডের।

দুই মাসেরও বেশি সময় ইনজুরির পর গত মাসে জাতীয় দলে ফিরে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে হ্যাটট্রিক করেছিলেন মেসি। চলতি মাসেও আর্জেন্টিনার দুটি বাছাইপর্বের ম্যাচ রয়েছে। তাকে রেখেই দুই ম্যাচের স্কোয়াড সাজিয়েছেন কোচ লিওনেল স্কালোনি। ১৫ নভেম্বর (শুক্রবার) ভোর সাড়ে পাঁচটায় প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। আর বছরের শেষ ম্যাচে ২০ নভেম্বর (বুধবার) ভোর ৬টায় পেরুর বিপক্ষে দেখা যাবে আলবিসেলেস্তেদের। তার আগে ইন্টার মায়ামির হয়ে আগামীকাল এমএলএসে আটলান্টার বিপক্ষে খেলবেন মেসি-সুয়ারেজরা।

এখন পর্যন্ত ১০ ম্যাচে ৭ জয়, দুটি হার ও এক ড্রয়ে ২২ পয়েন্ট নিয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের গ্রুপে শীর্ষে আছে আর্জেন্টিনা। ১০ ম্যাচে পাঁচটি জয়, চার ম্যাচ হার ও এক ড্রয়ে ১৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার চতুর্থ স্থানে আছে ব্রাজিল।

- Advertisement -

Related Articles

Latest Articles