1 C
Toronto
সোমবার, মার্চ ১৭, ২০২৫

নারীর মমত্বে সহস্র শিশুদের প্রাণ রক্ষা

নারীর মমত্বে সহস্র শিশুদের প্রাণ রক্ষা
ছবি সংগৃহীত

টেক্সাসের ফ্লাওয়ার মাউন্ডের এক নারী তার উদারতা আর মানবিকতার অনন্য নজির স্থাপন করেছেন বুকের দুধ দান করে। তিন সন্তানের মা অগলট্রি ২০২৩ সালে ২,৬৪৫.৫৮ লিটার বুকের দুধ দান করে বিশ্বের সর্বোচ্চ দাতার রেকর্ড গড়েছেন। এটি ছিল তার দ্বিতীয়বারের রেকর্ড। এর আগে ২০১৪ সালে তিনি ১,৫৬৯.৭৯ লিটার দান করেছিলেন।

অগলট্রির বুকের দুধ দানের শুরু হয় ২০১০ সালে তার প্রথম সন্তান জন্মের পর। দুধের পরিমাণ বেশি হওয়ায় এক নার্স তাকে অতিরিক্ত দুধ অন্য মায়েদের দান করার পরামর্শ দেন। সেই থেকে তিনি মায়েদের সাহায্য করতে শুরু করেন। নিজের তিন সন্তানের জন্মের পর এবং সারোগেট মাদার হিসেবেও তিনি দুধ দান করেন।

- Advertisement -

অগলট্রি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস (Guinness World Records) এর কাছে বলেন, দুধ দান ছিল তার জন্য একটি মানবিক উপায়ে সমাজে অবদান রাখার সুযোগ। মাদারস মিল্ক ব্যাংক অব নর্থ টেক্সাস (Mothers’ Milk Bank of North Texas) এ দান করা তার প্রতিটি লিটার দুধ ১১টি অপরিণত শিশুকে পুষ্টি জোগায়। ফলে, তার দানে প্রায় সাড়ে তিন লাখ শিশু উপকৃত হয়েছে বলে তিনি জানান।

অগলট্রি জানান, পর্যাপ্ত জলপান এবং স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস তার দুধ উৎপাদনে সহায়ক হয়েছে। তিনি আরও ২,০০০ লিটার দুধ টিনি ট্রেজারস ব্যাংক (Tiny Treasures Bank) এবং ব্যক্তিগতভাবে প্রয়োজনীয় ব্যক্তিদের কাছে দান করেছেন। মাদারস মিল্ক ব্যাংক অব নর্থ টেক্সাস (Mothers’ Milk Bank of North Texas) এর নির্বাহী পরিচালক শাইনা স্ট্যান্কস তার এই বিশাল দানকে ‘অতুলনীয় উদারতা ও সহানুভূতির প্রতীক’ হিসেবে অভিহিত করেছেন।

- Advertisement -

Related Articles

Latest Articles