
কমপ্লায়েন্স অফিসারের সঙ্গে ধাক্কাধাক্কির ঘটনায় টরন্টোর একটি বারের লাইসেন্স স্থগিত করা হয়েছে। বারটির বিরুদ্ধে ওঠা বিনামূল্যে অ্যালকোহল সরবরাহের অভিযোগ খতিয়ে দেখতে গিয়েছিলেন ওই কমপ্লায়েন্স অফিসার।
অন্টারিওর অ্যালকোহল অ্যান্ড গেমিং কমিশন বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, নর্থ ইয়র্কের ম্যাকনিকল এভিনিউয়ের কাছে ভিক্টোরিয়া পার্ক এভিনিউয়ে অবস্থিত কেজ কেভিটি অ্যান্ড বারের লাইসেন্স জনস্বার্থ ও নিরাপত্তাজনিত কারণে স্থগিত করা হলো।
কর্মকর্তারা জানান, বিনামূল্যে অ্যালকোহল সরবরাহের বিজ্ঞাপনের বিষয়ে অভিযোগ পাওয়ার পর ১৪ নভেম্বর অ্যালকোহল অ্যান্ড গেমিং কমিশন অব অন্টারির কমপ্লায়েন্স অফিসাররা সেখানে যান। তারা সেখানে মাতলামির চিহ্ন দেখতে পান। প্যাট্রন কমপ্লায়েন্স অফিসারদের প্রতি আক্রমণাত্মক হয়ে উঠলে বার কর্মীরা থামানোর চেষ্টা করেননি।
এ ঘটনায় লাইসেন্সের মালিকের সঙ্গে যোগাযোগ করা হলে বারের ওপর তার কোনো নিয়ন্ত্রণ নেই বলে কমপ্লায়েন্স কর্মকর্তাদের জানান। এরপর ১৯ নভেম্বর লাইসেন্সটি স্থগিত করা হয়। স্থগিতাদেশ চলাকালীন বারটি অ্যালকোহল পরিবেশন বা বিক্রির অনুমতি পাবে না।
অ্যালকোহল অ্যান্ড গেমিং কমিশনের রেজিস্ট্রার ও প্রধান নির্বাহী কর্মকর্তা টম মুঙ্ঘাম বলেন, অন্টারিওর যাদের কাছেই অ্যালকোহলের লাইসেন্স আছে তাদেরকে তা সততার সঙ্গে পরিচালনা করতে হবে। আইন অত্যন্ত পরিস্কার এবং তা হলো লাইসেন্সধারীর তার ব্যবসার ওপর পূর্ণ নিয়ন্ত্রণ থাকতে হবে, মাতলামো বন্ধ করতে হবে এবং অ্যালকোহাল অ্যান্ড গেমিং কমিশনের কমপ্লায়েন্স অফিসারদের সহযোগিতা করতে হবে। আমাদের কর্মকর্তারা সরকারি কর্মচারি। লাইসেন্সপ্রাপ্ত প্রতিষ্ঠান দায়িত্বশীলতার সঙ্গে পরিচালিত হচ্ছে সেটা নিশ্চিত করার মধ্য দিয়ে জনগণকে নিরাপত্তা দেওয়াই তাদের কাজ। তাদের প্রতি আক্রমণ মেনে নেওয়া হবে না।