6 C
Toronto
রবিবার, এপ্রিল ২০, ২০২৫

হিমি লিখলেন ‘জাস্ট ম্যারিড’, অতঃপর…

হিমি লিখলেন ‘জাস্ট ম্যারিড’, অতঃপর… - the Bengali Times

জান্নাতুল সুমাইয়া হিমি ছবি সংগৃহীত

জান্নাতুল সুমাইয়া হিমি। এ প্রজন্মের একজন জনপ্রিয় অভিনেত্রী। অভিনয়ের সুনিপুণ কৌশল ও দক্ষতায় ভক্তদের হৃদয়ে নিজের অবস্থানকে পোক্ত করেছেন অনেক আগেই। হঠাৎ করেই সন্ধ্যায় ফেসবুকে একটি পোস্ট ঘিরে আলোচনায় আসেন অভিনেত্রী। তার ফেসবুক স্ট্যাটাসে লেখা হয়েছে, ‘জাস্ট ম্যারিড’। হঠাৎ এভাবে বিয়ের কথা শুনে ভক্তরা একের পর এক অভিনন্দন জানাতে শুরু করেন। ফেসবুক গ্রুপগুলোতেও ঘুরতে থাকে তার বিয়ের কথা। পরে নিজের বিয়ের কথা শুনে অবাক হয়ে যান হিমি।

‘ভক্তরা বলছেন আপনি বিয়ে করছেন। কেউ কেউ অভিনন্দন জানাচ্ছেন। ঘটনা কী?’ এমন প্রশ্ন শুনে অনেকটাই অবাক হয়ে যান হিমি। পরে বিষয়টি খোলাসা হয়। জানা যায়, নাটকের প্রচারে ‘জাস্ট ম্যারিড’ লিখেছেন তার ফেসবুক অ্যাডমিন। এটা তিনি জানেন না। এটা মূলত অ্যাডমিন পোস্ট। নাটকের প্রচারণায় পোস্টটি করে কিছুক্ষণ পরে মন্তব্যের ঘরে নাটকের লিংক যুক্ত করা হয়। হিমি জানান, ততক্ষণে অনেকেই ধরে নিয়েছেন তিনি বিয়ে করেছেন।

- Advertisement -

পুবাইলে শুটিং করছেন অভিনেত্রী হিমি। সহশিল্পী নিলয় আলমগীর। ফেসবুক পোস্ট নিয়ে হিমি গণমাধ্যমকে বলেন, ‘আমি এভাবে বিয়ে করব কেন। বিয়ে করলে চুপিসারে নয়, জানিয়েই বিয়ে করব। এটা নাটকের প্রচারণায় আমার অ্যাডমিন পোস্ট করেছে। নাটকটি আজ মুক্তি পেয়েছে। কিন্তু অনেকেই বুঝতে পারেননি। তারা মন্তব্য করে অভিনন্দন জানাচ্ছেন। নাটকের বিয়ের অভিনন্দন মন্দ নয়।’

নাটকে তো কত বিয়ে হলো, বাস্তবে কবে বিয়ের পিঁড়িতে বসছেন- এমন প্রশ্নের জবাবে হিমি বলেন, ‘বিয়ে তো করতেই হবে। পরিবার থেকেও মাঝেমধ্যে জানতে চায়। কিন্তু কবে যে বিয়ে করব জানি না। তবে এভাবে হুট করে ফেসবুক পোস্টে বিয়ের কথা কাউকে জানাব না। আমার বিয়ে হলে আগে থেকেই সবাই জানবে। সবাইকে জানিয়েই বিয়ে করব।’

‘জাস্ট ম্যারিড’ নাটকে হিমির সহশিল্পী নিলয় আলমগীরের বিয়ে নিয়েই নাটকের গল্প। এতে আরও অভিনয় করেছেন আবদুল্লাহ রানা, পাপিয়া, ইসরাক পায়েল প্রমুখ। নাটকটি পরিচালনা করেছেন হাসিব হোসাইন রাখি।

- Advertisement -

Related Articles

Latest Articles