
ব্রিটিশ কলাম্বিয়ার আঞ্চলিক জেলা বাল্কলে-নেচাকো প্রতিবেশী তিনটি ফার্স্ট নেশন ভিন্ন খাতে প্রবাহিত নেচাকো নদী রক্ষায় একযোগে কাজ করতে রাজি হয়েছে। অ্যালমিনিয়াম গলানো ও প্রদেশের পাওয়ার গ্রিডের জন্য ৭০ বছর ধরে নদীটিকে ভিন্ন খাতে প্রবাহিত করা হচ্ছে। ফার্স্ট নেশন তিনটি হলো নাডলেহ হুতেন, সাইকউজ এবং স্টেলাটেন। নদীটির স্বাস্থ্য ফিরিয়ে আনতে একটি সমঝোতা স্মারকও স্বাক্ষরিত হয়েছে।
এছাড়া আরও দুটি ফার্স্ট নেশন আদালতের রায়ের অপেক্ষায় রয়েছে। নেচাকো ও এর মৎস্য সম্পদ রক্ষায় আর্জি জানিয়ে ২০১১ সালে একটি পিটিশন দায়ের করে ফার্স্ট নেশন দুটি। ২০১৯ সালের হেমন্তে পিটিশনের ওপর শুনানি শুরু হয়ে গত বসন্তে শেষ হয়েছে।
দ্য কানাডিয়ার প্রেস জানায়, ফ্রেজার নদীর বড় শাখা নদীগুলোর অন্যতম হচ্ছে নেচাকো। ১৯৭৮ সালে ফেডারেল সরকার, প্রাদেশিক সরকার ও মাইনিং জায়ান্ট টিন্টো আলকানের মধ্যে স্বাক্ষরিত এক চুক্তির আওতায় নদীটির প্রবাহ নিয়ন্ত্রিত হচ্ছে। কিটিমাটে অ্যালুমিনিয়াম স্মেলটিংয়ের জন্য প্রয়োজনীয় বিদ্যুতের জোগান দিতে ১৯৫০ এর দশকে নির্মিত কেনি ড্যামের রিজার্ভার থেকে সময় সময় পানি ছাড়ে কোম্পানিটি। ১৯৭৮ সাল থেকে প্রদেশের কাছে বিদ্যুৎও বিক্রি করে আসছে তারা।
ভ্যান্ডারহুপের মেয়র জেরি থিয়েসেন বলেন, নদী প্রবাহে বিঘ্ন ঘটায় স্যামন, আইস জ্যামের ওপর এর প্রভাব পড়ছে। এছাড়া নদীভাঙনেরও সৃষ্টি হচ্ছে।
নদী রক্ষায় তিন পক্ষের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকে নেচাকো নদীর স্বাস্থ্য ঠিক করার কথা বলা হয়েছে। সেই সঙ্গে ১৯৭৮ সালে সম্পাদিত চুক্তিটিও প্রতিস্থাপনের কথা বলা হয়েছে। নদী ব্যবস্থাপনা কিভাবে সেটা নির্ধারিত হবে স্থানীয়ভাবে। নদী স্বাভাবিক নিয়মে প্রবাহিত হলে কেমন এটা তার নির্দশন হবে।
ইন্ডিজেনাস রিলেশন্স অ্যান্ড রিকসিলিয়েশন বিষয়ক মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, সমঝোতা স্মারকে তিনটি ফার্স্ট নেশন ও আঞ্চলিক জেলার মধ্যকার সম্পর্কের যে রূপরেখা প্রণয়ন করা হয়েছে মন্ত্রণালয় সে ব্যাপারে অবগত আছে। একই সঙ্গে এর প্রতি সমর্থনও আছে। নদীটির ব্যবস্থাপনার বিষয়ে জানতে চাইলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি। বিষয়টি আদালতে বিচারাধীন বলে জানায় তারা।