
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন আগামী ২০ নভেম্বর। ওই দিন দেশব্যাপী বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীদের জন্মদিনের অনুষ্ঠান পালন করতে নিষেধ করা হয়েছে। গতকাল সোমবার দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২০ নভেম্বর, বুধবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন। দেশব্যাপী বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের সকল ইউনিটের নেতাকর্মীদের বিশেষভাবে জানানো হয়েছে, ওইদিন তারেক রহমানের জন্মদিন নিয়ে কোনো অনুষ্ঠান পালন করবে না দলটি।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ নির্দেশনার ব্যত্যয় হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কেনো এই সিদ্ধান্ত, জানতে চাইলে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, রাজনৈতিক পটপরিবর্তনে মানুষের প্রত্যাশা অনেক। প্রত্যাশা পূরণের আগেই অতি উচ্ছ্বাস বেমানান। নেতার জন্মদিনে কর্মীদের উচ্ছ্বাস অনেক সময় সীমার বাইরে চলে যায়। যেহেতু মানুষের চূড়ান্ত প্রত্যাশা এখনও বাস্তবায়িত হয়নি তাই জন্মদিনের নামে বেশি উচ্ছ্বাস দৃষ্টিকটূ দেখায়। আমি মনে করি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের (তারেক রহমান) এই সিদ্ধান্ত খুবই ইতিবাচক। নানা উপলক্ষ্য কর্মসূচিতে নিয়মিত তিনি আমাদের সঙ্গে আছেন। তাই বর্তমান বাস্তবতায় এ ধরনের কর্মসূচি থেকে বিরত থাকার সিদ্ধান্ত।
দলটির স্থায়ী কমিটির এক সদস্য জানান, ‘ছাত্র-জনতার অভ্যুত্থানকে জন্মদিন পালন বিতর্ক মুখে ফেলতে পারে। তাই এবার গত বছরের ন্যায় জন্মদিন পালিত হবে না। তবে তার দীর্ঘায়ু কামনায় সারা দেশে দোয়ার কর্মসূচি নেওয়া হতে পারে।’
এদিকে চলতি বছরের ১৫ আগস্ট ৮০তম জন্মদিন পালন করেননি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াও। সরকার পতনের পর জন্মদিন পালন করা হলে জনগণের মনে আরেক বিতর্ক তৈরি হতে পারে এমন আশঙ্কা থেকে তিনি জন্মদিন পালন করেননি বলে স্থায়ী কমিটির ওই সদস্য জানান।
যদিও ২০১৬ সাল থেকেই বড় পরিসরে খালেদা জিয়ার জন্মদিন উদযাপন থেকে সরে এসেছিল বিএনপি। এরই ধারাবাহিকতায় চলতি বছরে জন্মদিন উপলক্ষে কোনো কর্মসূচি রাখেনি বিএনপি। তবে ১৬ আগস্ট খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতা এবং ছাত্র-জনতার আন্দোলনে শহিদদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় সারা দেশের দলীয় কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল করেছিল দলটি।