1 C
Toronto
সোমবার, মার্চ ১৭, ২০২৫

সাবেক স্ত্রীর সঙ্গে অসন্তোষ থেকেই চীনে গাড়ি হামলা!

সাবেক স্ত্রীর সঙ্গে অসন্তোষ থেকেই চীনে গাড়ি হামলা!
ছবি সংগৃহীত

চীনের ঝুহাইয়ে জনতার ভিড়ের ওপর গাড়ি উঠিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩৫ জন নিহত ও ৪৩ জন আহত হয়েছেন। সোমবার (১২ নভেম্বর) শহরটিতে বিমান প্রদর্শনী উপলক্ষে বাড়তি নিরাপত্তার মধ্যে এই ঘটনা ঘটে বলে জানায় কর্তৃপক্ষ।

এর পেছনে আত্মাঘাতী নাকি অন্য কোনো কারণ রয়েছে তা এখনো উদঘাটন হয়নি। তবে প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, পারিবারিক সমস্যার কারণে এমন সিদ্ধান্ত নিয়েছে ওই গাড়ির চালক।

- Advertisement -

‘আই অ্যাম লাভিং মাই জব’ বিতর্ক নিয়ে মুখ খুললেন ফারুকী‘আই অ্যাম লাভিং মাই জব’ বিতর্ক নিয়ে মুখ খুললেন ফারুকী
বিবিসি জানিয়েছে, ৬২ বছর বয়সী অভিযুক্ত গাড়িচালকের নাম ফান। ঘটনার সময় তিনি একটি এসইউভি (স্পোর্টস ইউটিলিটি ভেহিকেল) গাড়ি নিয়ে ব্যারিয়ার ভেঙে ঝুহাই স্পোর্টস সেন্টারে ঢুকে উপস্থিত জনতার উপর তুলে দেন। এতে অনেকেই হতাহত হন। তাদের মধ্যে অনেকেই বৃদ্ধ, কিশোর ও শিশুও রয়েছে।

শহরটিতে নিরাপত্তা জোরদার করা সত্ত্বেও এ ঘটনা ঘটে, যেখানে একটি বড় বেসামরিক ও সামরিক বিমান প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

চেন নামের এক প্রত্যক্ষদর্শী চীনা সংবাদমাধ্যম কাইক্সিনকে বলেন, ঘটনার সময় অন্তত ছয়টি দল স্টেডিয়ামে নিয়মিত হাঁটতে জড়ো হয়েছিল।

ফারুকী-বশিরের পদত্যাগ চেয়ে নিজেই উপদেষ্টা হতে আইনি নোটিশফারুকী-বশিরের পদত্যাগ চেয়ে নিজেই উপদেষ্টা হতে আইনি নোটিশ
চেন বলেন, তার দল স্টেডিয়ামের চারপাশে তৃতীয় দফা অতিক্রম করার সময় হঠাৎ একটি গাড়ি প্রচণ্ড গতিতে তাদের দিকে তেড়ে আসে এবং এতে ‘অনেক লোক ছিটকে পড়ে’।

ঘটনাটিকে ‘গুরুতর ও নৃশংস হামলা’ উল্লেখ করে স্থানীয় পুলিশ জানিয়েছে, পালিয়ে যাওয়ার সময় তাকে আটক করা হয়েছে। তবে হামলার সময় গুরুতর আহত হয়ে তিনি বর্তমানে কোমায় রয়েছেন।

চীনে জনতার ভিড়ে গাড়ি ঢুকে নিহত ৩৫চীনে জনতার ভিড়ে গাড়ি ঢুকে নিহত ৩৫
প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, বিবাহ বিচ্ছেদের পর সম্পত্তির বণ্টন নিয়ে অসন্তোষের জেরেই এই হামলা চালানো হয়েছে বলে জানায় পুলিশ। তবে কোমা থাকায় তাকে জিজ্ঞাসাবাদ করা যায়নি।

এদিকে প্রত্যক্ষদর্শীদের পোস্ট করা বেশিরভাগ ভিডিও মঙ্গলবার সকালের মধ্যে সোশ্যাল মিডিয়া থেকে মুছে ফেলা হয়েছে। তবে অনলাইনে এখনও ছড়িয়ে পড়া কিছু ফুটেজে অনেক লোককে মাটিতে পড়ে থাকতে দেখা গেছে।

 

- Advertisement -

Related Articles

Latest Articles