0.2 C
Toronto
শুক্রবার, মার্চ ১৪, ২০২৫

ওয়্যারলেস প্ল্যানের মূল্যের ওপর নজরদারির পদ্ধতি বদলেছে স্ট্যাটক্যান

ওয়্যারলেস প্ল্যানের মূল্যের ওপর নজরদারির পদ্ধতি বদলেছে স্ট্যাটক্যান
ওয়্যারলেস প্ল্যানেরর মূল্যে স্ট্যাটিস্টিকস কানাডা যে পদ্ধতিতে তদারক করতে তাতে পরিবর্তন আনা হয়েছে

ওয়্যারলেস প্ল্যানেরর মূল্যে স্ট্যাটিস্টিকস কানাডা যে পদ্ধতিতে তদারক করতে তাতে পরিবর্তন আনা হয়েছে। সংস্থাটি যখন মূল্যস্ফীতির হার হিসাব করে তখন কানাডিয়ানরা ঠিক কী পরিমাণ ব্যয় করে সে সম্পর্কে আরও সঠিক চিত্র পেতেই এই পরিবর্তন।

সংস্থাটি নির্দিষ্ট কিছু প্রোফাইল ডিজাইনের ভিত্তিতে প্ল্যানের বিজ্ঞাপন ব্যয়ের ওপর ওয়েব কালেক্টেড উপাত্ত ব্যবহার করছে। প্রোফাইলটি এমনভাবে ডিজাইন করা হয়েছে, যাতে করে পরিবারগুলো তাদের ডিভাইসগুলো কীভাবে ব্যবহার করছে তা প্রতিফলিত হয়।

- Advertisement -

যদিও স্ট্যাটিস্টিকস কানাডা বর্তমানে অংশগ্রহণকারী ওয়্যারলেস কোম্পানিগুলোর কাছ থেকে প্রাপ্ত প্রকৃত বিক্রয় উপাত্ত ব্যবহার করা শুরু করেছে, যাতে করে ওয়্যারলেস প্ল্যানের পরিবর্তিত ব্যয়ের চিত্রটি পাওয়া যায়।

ওপেনমিডিয়ার নির্বাহী পরিচালক ম্যাট হ্যাটফিল্ড বলেন, প্রকৃত বিক্রয় উপাত্ত অন্তর্ভুক্ত করা খুবই গুরুত্বপূর্ণ। কারণ, বহু মানুষ নিছক চুক্তিতে আটকে থাকতে পারে অথবা প্ল্যান পরিবর্তনের মাধ্যমে তারা যে ভালো মূল্য সুবিধা পেতে পারে সে সম্পর্কে কোনো ধারণাই তারা পান না।

স্ট্যাটক্যান যেটা করার চেষ্টা করছে সেটা কেবল আজকে বিজ্ঞাপন দেওয়া নতুন প্ল্যানে কী মূল্য সুবিধা আছে তার প্রতিফলন নয়, বরং গ্রাহকরা প্রকৃতপক্ষে যা ব্যবহার করছে তার বিপরীতে কী পরিমাণ অর্থ ব্যয় করছে তার একটি চিত্র পাওয়াও এর উদ্দেশ্য। আমি মনে করি এটা ইতিবাচক উদ্যোগ।

সাম্প্রতিক বছরগুলোতে ওয়্যারলেস প্রাইস রাজনৈতিক ইস্যু হয়ে দাঁড়িয়েছে। শিল্পমন্ত্রী ফ্রাসোয়াঁ-ফিলিপে শ্যাম্পেইন গত বছল বলেন, টেলিযোগাযোগ সেবা পেতে কানাডিয়ানরা অনেক বেশি ব্যয় করছে। রজার্স কমিউনিকেশনকে শ কমিউনিকেশন ইনকর্পোরেশন অধিগ্রহণের চূড়ান্ত অনুমোদন দেওয়ার সময় তিনি এই মন্তব্য করেছিলেন।

আগস্টে সেলুলার সেবার মূল্য আগের বছরের একই সময়ের তুলনায় ১২ দশমিক ৮ শতাংশ হ্রাস পেয়েছে। স্ট্যাটিস্টিকস কানাডা প্রতিবেদনে থেকে এই তথ্য জানা গেছে। যদিও সংস্থাটি বলছে, পরিবর্তন আনার পর প্রথম ১২ মাসের বার্ষিক হিসাবের ব্যাখ্যা দেওয়ার সময় সতর্কতা অবলম্বন করতে হবে। প্রথম পর্যায়ে উপাত্ত আগের বছরের উপাত্তের সঙ্গে মোটেই তুলনাযোগ্য হবে না বলে জানান হ্যাটফিল্ড।

This article was written by Sohely Ahmed Sweety as part of the LJI.

- Advertisement -

Related Articles

Latest Articles