
বর্তমানে ছড়ানো ভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম মডার্নার হালনাগাদকৃত কোভিড-১৯ ভ্যাকসিন অনুমোদন দিয়েছে হেলথ কানাডা। ১৭ সেপ্টেম্বর এই অনুমোদন দেয় সংস্থাটি।
ওমিক্রনের সাবভ্যারিয়েন্ট এক্সবিবি.১.৫ এর বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম ভ্যাকসিনের স্থলাভিষিক্ত হবে নতুন এই ভ্যাকসিন। ওই ভ্যাকসিনটি গত বছর আনা হয়েছিল।
হেলথ কানাডা সম্প্রতি সব প্রদেশ ও অঞ্চলগুলোর কাছে থাকা পুরোনো কোভিড-১৯ ভ্যাকসিন ধ্বংস করে ফেলরার আহ্বান জানায়। এর উদ্দেশ্য হচ্ছে এই ফলে রেসপিরেটরি ভাইরাসের মৌসুমে সর্বশেষ ভ্যাকসিনটি দেওয়া।
হেলথ কানাডা আরও দুটি হালনাগাদকৃত কোভিড-১৯ ভ্যাকসিন পর্যালোচনা করছে। কিন্তু এখন পর্যন্ত তা অনুমোদন দেয়নি। এগুলো হলো ফাইজারের কোমিরন্যাটি এবং নোভাভ্যাক্সের প্রোটিনভিত্তিক ভ্যাকসিন । কোমিরন্যাটি এমআরএনএ ভ্যাকসিন।
মডার্নার ভ্যাকসিনটি প্রাপ্তবয়স্ক এবং ছয় মাস ও তার বেশি বয়সী শিশুদের জন্য অনুমোদন করা হয়েছে বলে কোম্পানির তরফ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে কোম্পানিটি বলেছে, ভ্যাকসিন প্রস্তুত হওয়ার পর হালনাগাদকৃত ডোজ পাবলিক হেলথ এজেন্সি অব কানাডাকে সরবরাহ করা শুরু করবে। একই সময়ে প্রাদেশিক ও আঞ্চলিক ক্যাম্পেইনগুলোতেও যাতে সরবরাহ থাকে সেটাও নিশ্চিত করা হবে।
ন্যাশনাল অ্যাডভাইজরি কমিটি অন ইমিউনাইজেশন গত মে মাসে এই ফলে হালনাগাদকৃত কোভিড-১৯ ভ্যাকসিন ব্যবহারের আহ্বান জানিয়ে নির্দেশনা জারি করে। সবগুলো ভ্যাকসিনই সে সময় হেলথ কানাডার অনুমোদনের অপেক্ষায় ছিল। নির্দেশিকায় এনএসিআই ৬৫ বছর ও তার বেশি বয়সী, দীর্ঘদিন ধরে লং-টার্ম কেয়ার হোমের নিবাসী, আগে থেকেই অন্যান্য স্বাস্থ্য সমস্যা রয়েছে এমন ব্যক্তিদের হালনাগাদকৃত কোভিড-১৯ ভ্যাকসিন ব্যবহারের জোরোলো সুপারিশ করে। একই সঙ্গে তারা এও বলে যে, ছয় মাস ও তার বেশি বয়সী সব শিশু এবং প্রাপ্তবয়স্কদেরও এই ফলে হালনাগাদকৃত কোভিড-১৯ ভ্যাকসিন নেওয়া উচিত।
This article was written by Sohely Ahmed Sweety as part of the LJI.