
আইকুস নামে পরিচিত নিরাপত্তা চুক্তিতে যোগদানের সম্ভাবনা নিয়ে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র এবং অস্ট্রেলিয়ার সঙ্গে আলোচনা করছে কানাডা। ত্রিপক্ষীয় এই চুক্তিটি এক বছর আগে স্বাক্ষরিত হয়। উদ্দেশ্য ছিল অস্ট্রেলিয়ার জন্য নিউক্লিয়ারচালিত সাবমেরিন তৈরির মাধ্যমে ইন্দো-প্যাসিফিক অঞ্চলের নিরাপত্তা শক্তিশালী করা। কিছু কানাডিয়ান সামরিক নেতা কানাডা এই চুক্তির অংশ না হওয়ায় হতাশা ব্যক্ত করেন। কারণ, তারা ভিক্টোরিয়া ক্লাস সাবমেরিন বহর প্রতিস্থাপনের জন্য সরকারের ওপর চাপ প্রয়োগ করছে।
আউকুসের তথাকথিত দ্বিতীয় স্তম্ভ হচ্ছে এআইসহ সামরিক আন্ত:পরিচালনা এবং অগ্রসর প্রযুক্তি ব্যবহারের ওপর মনোযোগ দেওয়া। এই তিন দেশ এক যৌথ বিবৃতিতে বলেছে, দ্বিতীয় স্তম্ভের অগ্রাধিকার নিয়ে তারা এরই মধ্যে জাপানের সঙ্গে আলোচনা শুরু করেছে। এখন তারা কানাডা, দক্ষিণ কোরিয়া এবং নিউ জিল্যান্ড কীভাবে এতে সম্পৃক্ত হতে পারে তাদের সঙ্গে সেই পরামর্শ করবে।
প্রতিরক্ষা বিভাগ সম্প্রতি তথ্য চেয়ে অনুরোধ করে। কারণ, তারা প্রথাগত জ¦ালানিচালিত সাবমেরিনের নতুন বহর ক্রয় করছে। হালনাগাদকৃত প্রতিরক্ষা নীতির অংশ হিসেবে এসব সাবমেরিন কিনছে তারা। এর উদ্দেশ্য আর্কটিকে মনোযোগ বাড়ানো।