-1.7 C
Toronto
বৃহস্পতিবার, মার্চ ১৩, ২০২৫

কোনো কিছুই অসম্ভব নয়!

কোনো কিছুই অসম্ভব নয়!
কোনো কিছুই অসম্ভব নয়

পৃথিবীতে সবাইকে একটা কথা মনে রাখতে হবে যে, কার কপালে কী ঘটে বলা যায় না। যেকোনো কিছু ঘটতে পারে সেটা যে কোনো সময়ে। আর সবাইকেই যেকোনো কিছু মোকাবেলার জন্য যথেষ্ট রেডি থাকতে হবে।

দুই একটা উদাহরণ দিচ্ছি। এই যে ধরেন, ট্রাম্প কিক্কু জিতলেন সেটা কিন্তু একটা অপ্রত্যাশিত জেতা বলা যায়।

- Advertisement -

কিছুদিন আগে তাঁর ওপর যে হামলা হয়েছিল তাতে তো তিনি ম*রে ভূত হয়ে যেতে পারতেন। না। তিনি বেঁচে গেছেন। হামলাও যেমন অতর্কিত ছিল, বেঁচে যাওয়াটাও তেমন ছিল অপ্রত্যাশিত।

তারপর ধরেন তিনি জিতলেন। তিনি নাও জিততে পারতেন। তারপরে তাঁর ঘাড়ের ওপরে টাঙানো রয়েছে নানান ধরণের কেচ-টেচ। শুধু তাই নয়। আন্তর্জাতিক মিডিয়ায় কী বলতেছে দেখুন

“Donald Trump has been reelected to the White House as a convicted felon who is awaiting sentencing in his hush money case in New York and still working to stave off prosecution in other state and federal cases.”

তাঁকে সরাসরি বলা হচ্ছে যে, গোটা ইউএসের ইতিহাসে এই প্রথম কোনো con*vict*ed cri*min*al হোয়াইট হাউস শাসন করবেন।

ইউ এসের ইতিহাসে কেন, আমার মনে পৃথিবীতে এটাই প্রথম এমন ঘটনা ঘটল।

তাহলে দেখুন এটাও সম্ভব হলো। তবে একটা বিষয় লক্ষ করে দেখুন, ট্রাম্প কাক্কু যখন গতবার দ্বিতীয়বারের মতো ক্ষমতায় বসতে গিয়ে ফেল করছিলেন, তখন কিন্তু তিনি দেশ থেকে পালিয়ে যান নি। তাঁর নাম কতোশত কেসকাচারি আছে তিনি দেশে থেকে কেস পরিচালনা বা কোর্টে আংশ নিয়েছে। তারপরেও তিনি পালান নি।

এদিকে কী হয়েছে আমাদের হাসিনা আপি তাঁর দলের সবাইকে রেখে নিজের জীবন বাঁচাতে পালিয়ে গেলেন।

এই যে উনি পালিয়ে গেলেন, এটা কি উনি ঘুণাক্ষরের ভেবেছিলেন স্বয়নে-স্বপনে, জাগরণে-নিদ্রায়? উত্তর হলো, না।

তিনি ভেবেছিলেন আগামী বহু বছরেও তাঁর সাজানো বাগানে অন্য মালি আসতে পারবে না। সেই জায়গায় তিনি বড়ো confident ছিলেন। কিন্তু শুরুতেই যে বললাম, কার কপালে কখন কী হয় বলা যায় না। হাসিনা আপির ভাগ্যচক্র যে এভাবে ঘুরবে তা তিনি আগে জানতেনই না। মনে করেছিলেন আরো পঞ্চাশ বছর যাবেই যাবে একইভাবে।

এদিকে ড. ইউনূস স্যারের দেওয়া হয়েছিল নানান রকম কেস-টেস। তিনি কি ভেবেছিলেন দেশটাই উনি চালাবেন? না। মোট কথা কোনো কিছু ঘটবেনা এমনটা ভাবা একেবারেই উচিত না। ভালোও ঘটতে পারে, খারাপও ঘটতে পারে। সবকিছুর জন্য রেডি থাকতে হবে।

এদিকে কমলা হারিস হেরেছেন। আপনাদের মনে আছে অক্টোবরের ১৮ তারিখে Yahya Sinwar গা*জায় নি*হত হন Isr*aeli forces এর এ্যাটাকে? ৬১ বছর বয়সী  হামা*সের টপ এই নেতার মৃ*ত্যুতে কমলা আপা অভিনন্দন জানিয়েছিলেন। এখন আপনি তো নিজেই জিততে পারলেন না।

ট্রাম্প কাক্কুও আরো অনেক কিছু করবে সেটা সবার জানা।

কিন্তু নিয়তি যখন ঘুরে দাঁড়াবে তখন ভালো-মন্দ সবই ঘটতে পারে। তবে খারাপ কিছুর ফল ভোগ করতেই হবে সে যেই হোক না কেন।

 

টরন্টো, কানাডা

- Advertisement -
পূর্ববর্তী খবর
পরবর্তী খবর

Related Articles

Latest Articles