-5 C
Toronto
বুধবার, ফেব্রুয়ারি ৫, ২০২৫

বাংলা কবিতার আঁচল

বাংলা কবিতার আঁচল
বাংলা কবিতার আঁচল

কবিতার ক্লাশ থেকে চক-ডাস্টারে বাংলা কবিতা মুছে দিয়ে

নিয়ে গেছে নির্জনতার কাছে,

- Advertisement -

ঘুড়ি বানিয়ে উড়িয়ে দিয়েছো…

ছড়িয়ে দিয়েছো বঙ্গপো আঁচলে, ভারত মহাসাগরে

তুমি বাংলা কবিতাকে বানিয়েছো শঙ্খ ঘোষ।

.

কবিতার নান্দনিকতা এবং নগ্নতাকে বিবাহিত করেছো

ষড়ঋতুর সৌন্দর্যে।

অধ্যাপিকা, তোমার শিক্ষার্থীদের মতো আমিও শিখতে চাই সম্পর্ক,

পাঠ করতে চাই কাঁটাতার আর প্রাকৃতিক পাসপোর্ট।

.

বহু বহু বছর আগে অথবা তারুণ‍্যে

বাংলা কবিতার কৃষ্ণ নগর সম্মেলনে আমার নামের ভুল

আজ ফুল, আজ গন্ধে-সুগন্ধে

তুমি ভাষার সাথে বন্ধুত্ব করিয়ে দিয়েছো প্রতিবেশি ভাষার।

.

আজো খোলা জিপে বাংলা কবিতা,

আজো আমরা আমাদের জন্মদিনে এক হয়ে থাকি।

 

টরন্টো, কানাডা

- Advertisement -
পূর্ববর্তী খবর
পরবর্তী খবর

Related Articles

Latest Articles