6 C
Toronto
শুক্রবার, মার্চ ১৪, ২০২৫

জীবনের সবচেয়ে কঠিন সময় পার করছেন, জানালেন তনি

জীবনের সবচেয়ে কঠিন সময় পার করছেন, জানালেন তনি
ছবি সংগৃহীত

সোশ্যাল ইনফ্লুয়েনসার ও দেশের আলোচিত নারী উদ্যোক্তা রুবাইয়াত ফাতিমা তনি। শাহাদাত হোসাইনকে বিয়ে করে আলোচনায় আসেন তিনি। শাহাদাত তনির দ্বিতীয় স্বামী। এর আগে প্রথম স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় বিচ্ছেদের পথে হাঁটেন তিনি। এরপর ভালোবেসে বিয়ে করেন শাহাদাত হোসাইনকে। প্রথমে পরিবার মেনে না নিলেও পরে সব ঠিক করে নেন এ ইনফ্লুয়েনসার।

তনির স্বামী একজন সফল ব্যবসায়ী। যদিও দুজনের বয়সের ব্যবধান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটাক্ষের মুখে পড়েন এ নারী উদ্যোক্তা। এসবের জবাবও দেন তিনি।

- Advertisement -

সামাজিক যোগাযোগমাধ্যমে ঠোঁটকাটা স্বভাবের নারী হিসেবে বেশ পরিচিতি আছে এ নারী উদ্যোক্ত। ফেসবুকে তিনি অধিকাংশ সময় সরব থাকেন পোশাকের ব্যবসা নিয়ে। কিন্তু কিছু দিন ধরে সময়টা খারাপ যাচ্ছে তনির। তা চক্ষুগোচর হয় তার সাম্প্রতিক কিছু পোস্ট দেখে।

তনির ফেসবুক পাতায় দেখা মেলে শুধু হাহাকার। জানান, জীবনের সবচেয়ে কঠিন সময় পার করছেন তিনি। কারণ কয়েক দিন ধরে অসুস্থ রয়েছেন তার স্বামী শাহাদাত হোসাইন। যার কারণে উন্নত চিকিৎসার জন্য স্বামীকে নিয়ে দেশের বাইরে আছে তিনি। তবে কী অসুখে ভুগছেন, তা কোথাও উল্লেখ করেননি তনি।

গতকাল মঙ্গলবার (১২ নভেম্বর) তনি তার ফেসবুকে দেওয়া একটি পোস্টে লিখেছেন— খারাপ সময়ে আগলে রাখার লোক খুব কম পাওয়া যায়, বেশিরভাগ মানুষ বিপদ দেখলে পালাতে চায়। আপনাদের থেকে যে পরিমাণ মানসিক সাপোর্ট পেয়েছি, আমি সারাজীবন কৃতজ্ঞ থাকব। ব্যাংককে বাংলাদেশি খাবার খেতে চলে আসেন মনিকাতে।

- Advertisement -

Related Articles

Latest Articles